২৯ মে, ২০২২। এবার প্যারিসে চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালের (Champions League Final) আসর বসতে চলেছে। জমজমাট লড়াইয়ে লিভারপুল ও রিয়েল মাদ্রিদ (Real Madrid)। সেমিফাইনালে ম্যাঞ্চেস্টার সিটির (Manchester City) বিরুদ্ধে নাটকীয় লড়াইয়ে জিতে ফাইনালে পৌঁছেছে রিয়েল মাদ্রিদ। এদিকে সেমিফাইনালে ভিলারেলকে হারিয়ে ফাইনালে উঠেছে লিভারপুল। এবার ফাইনালে মুখোমুখি দুই দল।
চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালের উদ্বোধনী অনুষ্ঠান
এবার চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে পারফর্ম করবেন কামিলা কাবেলো। লিভারপুল বনাম রিয়েল মাদ্রিদ ম্যাচের আগে পাঁচ মিনিট পারফর্ম করার কথা এই পপ গায়িকার।
চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে পরিসংখ্যান
এবার সপ্তম চ্যাম্পিয়ন্স লিগ জয়ের সুযোগ লিভারপুলের। এবার লিভারপুলকে ফাইনালে হারালে ইউরোপের ইতিহাসে ১৪বার জয়ী হবে স্প্যানিশ ক্লাব রিয়েল মাদ্রিদ। ১৯৮১ ও ২০১৮। এই দুবছরের উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে মুখোমুখি হয়েছিল রিয়েল মাদ্রির ও লিভারপুল। ১৯৮১ সালে রিয়েল মাদ্রিদকে হারায় লিভারপুল। ২০১৮ সালে সেই হারের বদলা নেয় রিয়াল মাদ্রিদ। জয়ী হয় রোনাল্ডোর টিম।
লিভারপুল বনাম রিয়েল মাদ্রিদ
এখনও পর্যন্ত ৮টি ম্যাচে মুখোমুখি হয়েছে লিভারপুল ও রিয়েল মাদ্রিদ। ৪ ম্যাচে জিতেছে রিয়েল মাদ্রিদ। একটি ম্যাচ ড্র হয়েছে।
লিভারপুলের হয়ে এখনও পর্যন্ত চ্যাম্পিয়ন্স লিগে সর্বাধিক গোল করেছেন মহম্মদ সালাহ। ৩৪ গোল করেছেন তিনি। রিয়াল মাদ্রিদের হয়ে সর্বাধিক গোল করেছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো।
আরও পড়ুন: প্লে-অফ খেলতে কলকাতায় এল লখনউ সুপার জায়ান্টস, ফাইনালই লক্ষ্য রাহুলের
ভারত থেকে কীভাবে দেখা যাবে চ্যাম্পিয়ন্স লিগ ফাইনাল!
২৯ মে, রবিবার এবার চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল। রাত সাড়ে বারোটা থেকে খেলা শুরু হবে। ভারত থেকে এই ম্যাচ লাইভ দেখা যাবে সোনি টেন ২, সোনি টেন ৩ চ্যানেলে। সোনি লিভ চ্যানেলে লাইভ স্ট্রিম দেখা যাবে এই ম্যাচ।