৯০ মিনিটের টানটান ম্যাচ । আক্রমণ-প্রতি আক্রমণের কোনও সুযোগই মিস করল না দুই দল তুরস্ক ও অস্ট্রিয়া । কিন্তু, শেষপর্যন্ত অস্ট্রিয়াকে রুখে দিল তুরস্ক । ইউরোর শেষ দল হিসেবে কোয়ার্টার ফাইনালে পৌঁছে গেল তারা । শেষ আটে নেদারল্যান্ডসের বিরুদ্ধে খেলবে মেরি ডেমিরালরা । এদিকে, ম্যাচ হেরে ইউরো কাপ থেকে বিদায় অস্ট্রিয়ার । খেলা শেষে মাঠেই কান্নায় ভেঙে পড়লেন অস্ট্রিয়ার ডিফেন্ডারেরা ।
ম্যাচের শুরু থেকেই বল নিজেদের নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করেছে তুরস্ক । কিন্তু, বিপক্ষ দলকে আটকাতে কোনওরকম সুযোগ ছাড়েনি অস্ট্রিয়াও । খেলা শুরুর ৫৭ সেকেন্ডের মাথায় প্রথম সাফল্য আসে তুরস্কর । ইউরোর ইতিহাসে দ্বিতীয় দ্রুততম গোল করে তুরস্ককে এগিয়ে দেন মেরি ডেমিরাল । প্রথমার্ধে ১-০ গোলে এগিয়ে যায় তুরস্ক ।
দ্বিতীয়ার্ধের শুরু থেকে আক্রমণাত্মক ম্যাচ খেলেছে অস্ট্রিয়া । কিন্তু, গোলের মুখ খুলতে পারেননি ওই দেশের ডিফেন্ডাররা । অস্ট্রিয়ার আক্রমণে তুরস্ক কিছুটা চাপে পড়লেও ৫৯ মিনিটের মাথায় কর্নার পায় তারা । সেই কর্নার থেকে হেডে আবার গোল করেন ডেমিরাল । ২-০ গোলে পিছিয়ে থেকেও হাল ছাড়েনি অস্ট্রিয়া । ৬৬ মিনিটের মাথায় স্কোরবোর্ডে সমতা ফেরান মাইকেল গ্রেগরিচ । কিন্তু, ৯০ মিনিট পর্যন্ত আর কোনও বল জড়াতে পারলেন না অস্ট্রিয়ার খেলোয়াড়রা । হেরে বিদায় নিতে হল তুরস্ককে ।