রাশিয়ার ইউক্রেন আক্রমণের (Russia Ukraine War Conflict) সময় থেকেই জল্পনা শুরু হয়েছিল। অবশেষে খাতায় কলমে রাশিয়া থেকে চ্যাম্পিয়ন্স লিগের (Champions League final) ফাইনাল সরিয়ে নিল উয়েফা (UEFA)। সিদ্ধান্ত হয়েছে, প্যারিসে হবে এই টুর্নামেন্টের ফাইনাল। আগামী ২৮ মে হবে ইউরোপের সেরা টুর্নামেন্টের ফাইনাল।
একটি বিবৃতি দিয়ে উয়েফা জানিয়েছে, ইউক্রেনে যে ফুটবলাররা এবং তাঁদের পরিজনের আটকে রয়েছেন, তাঁদের উদ্ধারের জন্য সর্বাত্মক চেষ্টা করা হবে।
আরও পড়ুন: Liverpool: প্রিমিয়ার লিগে ৬-০ গোলে জয়, পয়েন্ট তালিকায় ম্যান সিটির সঙ্গে দূরত্ব কমাল লিভারপুল
উয়েফার বৈঠকে সিদ্ধান্ত হয়েছে, রাশিয়া এবং ইউক্রেনের জাতীয় দল এবং ক্লাবগুলি আপাতত নিরপেক্ষ জায়গায় ম্যাচ খেলবে।