রাশিয়া ইউক্রেনের যুদ্ধকে (Russia Ukraine War) কেন্দ্র করে এবার উঠল চাঞ্চল্যকর অভিযোগ! ইপিলের (EPL) অন্যতম সেরা ক্লাব চেলসির (Cheksea) মালিক রোমান আব্রামোভিচের (Roman Abramovich) উপর বিষ প্রয়োগ করা হয়েছে বলে দাবি! তাঁর সঙ্গে দুই রাশিয়া-ইউক্রেন (Russia-Ukraine War) সংঘর্ষ বন্ধে উদ্যোগী মধ্যস্থতাকারীও আক্রান্ত হয়েছেন বলে খবর। চলতি মাসের গোড়ার দিকেই এই ঘটনা ঘটে। এখন বিষয়টি প্রকাশ্যে এসেছে।
মার্চ মাসের শুরুতে কিয়েভে রাশিয়া ও ইউক্রেনের মধ্যে শান্তি ফেরাতে একটি বৈঠকে যোগ দিয়েছিলেন আব্রামোভিচ (Roman Abramovich)। তার পরই তাঁর শরীরে বিষক্রিয়ার প্রভাব স্পষ্ট হয়ে ওঠে। একাধিক লক্ষণ দেখা দিয়েছে শরীরে। উল্লেখ্য, ইউক্রেনের রাষ্ট্রপতি ভলোদিমির জেলেনস্কি জানিয়েছিলেন, রোমান ইউক্রেনকে সাহায্য করছেন। তিনি যুদ্ধ বন্ধের পক্ষে।
আরও পড়ুন: Italy World Cup: টানা দু'বার, বিশ্বকাপে নেই ইতালি, কাতারের পথে কাঁটা উত্তর ম্যাসিডোনিয়া
জানা গিয়েছে, রোমান এবং দুই রাশিয়া-ইউক্রেন মধ্যস্থতাকারীর চোখ লাল হয়ে যাচ্ছিল। মুখ ও হাতের ছাল-চামড়া উঠতে শুরু করে। শরীরের একাধিক অঙ্গে অসহ্য যন্ত্রণাও হয়। যদিও বর্তমানে তাঁদের শারীরিক অবস্থার অনেকটাই উন্নতি হয়েছে।
অনেকের দাবি শান্তি বৈঠক ভঙ্গ করতেই হয়তো ইচ্ছাকৃতভাবে এই আক্রমণ করা হয়েছিল। কিন্তু এই সমস্ত উপসর্গ কোনও কেমিক্যাল শরীরে প্রবেশ করায় হয়েছে নাকি ইলেক্ট্রোম্যাগনেটিক-রেডিয়েশনের প্রভাবে এমনটা হয়েছে, তা খতিয়ে দেখা হবে বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা। এই বিষয়টি নিয়ে তোলপাড় শুরু হয়েছে বিশ্বজুড়ে।