নয়া মরশুমে ক্লাব বদল লুইস সুয়ারেজের(Luis Suarez)। ব্রাজিলের ক্লাব(Brazilian Football Club) গ্রেমিয়োতে সই করলেন উরুগুয়ের এই তারকা ফুটবলার। নতুন ক্লাবের সঙ্গে দু’বছরের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন তিনি। বার্সেলোনায় খেলার সময় বন্ধুত্ব হয় মেসি-সুয়ারেজের(Lio Messi_Luis Suarez)। যদিও এখন দু’জনেই সেই ক্লাবের প্রাক্তনী। তবুও বন্ধুত্বটা অটুট রয়ে গিয়েছে।
২০০৫ সালে উরুগুয়ের ন্যাসিয়োনাল ক্লাবে খেলা শুরু করেন সুয়ারেজ(Uruguay Striker Luis Suarez)। সেখান পাড়ি জমান নেদারল্যান্ডসের গ্রোনিঞ্জেন ক্লাবে। পরের বছর চলে যান আয়াখসে। চার বছর পর সেখান থেকে সুয়ারেজকে তুলে নেয় লিভারপুল(Liverpool)। লিভারপুল থেকে ২০১৪ সালে বার্সেলোনায় জায়গা পান উরুগুয়ের এই ফুটবলার। সেখানেই প্রথমে বন্ধুত্ব, পরে জুটি বাঁধেন মেসির(Messi-Suarez) সঙ্গে।
আরও পড়ুন- West Bengal Weather Update: সকাল থেকেই মেঘলা আকাশ, নতুন বছরেও শীতের দেখা নেই বঙ্গে, বাড়ল তাপমাত্রা
বার্সেলোনায় একসঙ্গে ৭ বছর খেলেন মেসি-সুয়ারেজ(Messi-Suarez)। সেখানেই মোট ১৪৭টি গোল করেন সুয়ারেজ। ২০২০ সালে বার্সেলোনা ছেড়ে পাড়ি দেন অ্যাটলেটিকো মাদ্রিদে(Atletico Madrid)। দু’বছর খেলে নিয়ে। ২০২২ সালে সুয়ারেজ ফিরে আসেন তাঁর প্রথম ক্লাব ন্যাসিয়োনালে। তবে সেখানে মাত্র ১৪টি ম্যাচে ৮টি গোল করেই ফের ব্রাজিলে(Brazil Football) পাড়ি জমালেন তিনি।