বিশ্বকাপে ফিফার কর্মীকে (FIFA Staff) ধাক্কা। বড় শাস্তির মুখে উরুগুয়ের ফুটবলার হোসে জিমেনেজ (José María Giménez )। শুক্রবার গ্রুপ পর্ব থেকে বিদায় নেওয়ার পরই মাঠে উত্তেজনা ছড়ায়। রেফারিং নিয়ে আপত্তির অভিযোগ তোলে উরুগুয়ে। এই ঘটনার জন্য ১৫ ম্যাচ নির্বাসিত করা হতে পারে তাঁকে।
জানা গিয়েছে, শুক্রবার ম্যাচ শেষ হওয়ার পর কাভানি ড্রেসিংরুমে যাওয়ার পথে VAR-এর মেশিন ভেঙে দেন। ম্যাচের পর রেফারি ও ম্যাচের আয়োজকদের সঙ্গে বিবাদে জড়িয়ে পড়ে গোটা টিমই। সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিয়ো ছড়িয়ে পড়ে। দেখা যায়। ফিফার কম্পিটিশন ডিরেক্টরকে কনুই দিয়ে মাথায় আঘাত করছেন জিমেনেজ। এখানেই থামেননি। রেফারিদের প্রকাশ্যে 'চোর' সম্বোধন করেন তিনি। আরও অশ্রাব্য গালিগালাজও করেন তিনি।
আরও পড়ুন: অরেঞ্জ ঝড়ে উড়ে গেল আমেরিকা, বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে নেদারল্যান্ড
উরুগুয়ের ফুটবলার জিমেনেজের এই কাজে ক্ষুব্ধ ফিফা। জানা গিয়েছে, তাঁকে ১৫ ম্যাচ নির্বাসনে পাঠানো হতে পারে।