ম্যানচেস্টার ইউনাইটেড ও রোনান্ডো বিতর্কে এবার মুখ খুললেন অলিম্পিক পদকজয়ী অ্যাথলেট উসেইন বোল্ট। তিনি জানালেন, ম্যান ইউ-তে রোনাল্ডোর না থাকা হতাশার। একটি সাক্ষাৎকারে বিস্ফোরক মন্তব্য করেন পর্তুগাল তারকা। ম্যান ইউ সাফ জানিয়ে দিয়েছে, ক্লাবে ফেরার প্রয়োজন নেই রোনাল্ডোর। আইনি ব্যবস্থাও নেবে ক্লাব।
ম্যানচেস্টার ইউনাইটেডের ভক্ত উসেইন বোল্ট এই নিয়ে হতাশ। স্কাই স্পোর্টসকে জানিয়েছেন, "রোনাল্ডো চলে গেলে তাঁর খুবই খারাপ লাগবে। ও ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। আমি বলতে পারি, ও ক্লাবের হৃদস্পন্দনের মতো। ক্লাবের জন্য অনেক করেছে। ওর চলে যাওয়া আমার কাছে সত্যিই খুব বেদনার। আমি বুঝতে পারছি, ও কী বলেছে। আমি সাক্ষাৎকারটি দেখেছি। আমি জানি, কী পরিস্থিতির মধ্যে দিয়ে ও গিয়েছে।"
কেরিয়ারের শুরুতে ম্যান ইউয়ের হয়ে ২৯২টি ম্যাচ খেলে ১১৮টি গোল করেছেন রোনাল্ডো। প্রিমিয়ার লিগ, চ্যাম্পিয়ন্স লিগ এনে দেওয়ার অন্যতম কারিগর রোনাল্ডো। একই সঙ্গে প্রিমিয়ার লিগও জিতেছে ম্যান ইউ। তাই রোনাল্ডোর প্রতি ক্লাবের এই আচরণে হতাশ অলিম্পিক জয়ী তারকা উসেইন বোল্ট।