পাহাড়ি ছেলে। পাহাড় থেকেই শুরু ফুটবল জীবন। সমতলে আসতে তাঁর হাত যেন আরও বিশাল। এতটাই বিশাল, যেখানে আটকে যান প্রাক্তন বিশ্বকাপার ও প্যারি সাঁজার প্রাক্তন ফুটবলার ওগবেচে। শিবাজী বন্দ্যোপাধ্যায়, ভাস্কর গঙ্গোপাধ্যায়, অতনু ভট্টাচার্যদের শহর কলকাতায় এটিকে-মোহবাগানকে আইএসএলে ফাইনালে তোলার নায়ক বিশাল কায়েথ। হিমাচলপ্রদেশের এই ছেলেই এখন বাগান জনতার নতুন এমিলিয়ানো মার্টিনেজ।
আর একটা ম্যাচ। বেঙ্গালুরুকে হারালেই স্বপ্ন সফল হবে বিশালের। এই বছর আইএসএলে ইতিমধ্যে গোল্ডেন গ্লাভস জিতেছেন তিনি। কিন্তু বিশালের দাবি ছিল, চ্যাম্পিয়ন হতে না পারলে এই পুরস্কারের কোনও মূল্য নেই। সোমবারের যুবভারতীতে তাঁর হাতেই কার্যত ফাইনালে উঠেছে জুয়ান ফেরেন্দোর দল। ১৮ মার্চ এবার মিশন গোয়া। প্রতিপক্ষ বেঙ্গালুরু।
শিলং লাজং থেকে ভারতীয় ফুটবলে পথ চলা শুরু বিশালের। একটা সময় বঙ্গসন্তান দেবজিৎ মজুমদারের বদলে বিশাল কায়েথকে ভারতীয় দলে জায়গা দেওয়া নিয়ে অনেক কথাই উঠেছিল। সেই বিশালই ২০১৬ সালে প্রথম আইএসএল খেলেন পুণের বারের নিচে। ২০১৯ সালে দলবদল। চেন্নাইয়ানের হয়ে আইএসএল রানার্স হওয়ার স্বাদ। তাঁর বর্তমান দল এটিকে-মোহনবাগানের কাছে সেই ম্যাচ তিন গোল হজম করতে হয়েছিল বিশালকে। কিন্তু সবুজ-মেরুন বারের নিচে এখন অনেক পরিণত ভারতীয় এই গোলকিপার।