আইএসএল ফাইনালে উঠতে গেলে সোমবার জিততেই হবে এটিকে মোহনবাগানকে। প্রথম সেমিফাইনাল গোলশূন্য হয়ে শেষ হয়েছে। তাই যুবভারতীর ম্য়াচই নির্ধারক ম্যাচ। ইতিমধ্যেই মরশুমের সেরা গোলকিপারের সম্মান। গোল্ডেন গ্লাভস পেয়েছেন মোহনবাগানের বিশাল কাইথ। তবে ফাইনালে ওঠা আর চ্যাম্পিয়ন হওয়া ছাড়া অন্য কিছু ভাবতে চাইছেন না কাইথ।
শুক্রবার সন্ধ্যায় শহরে ফিরেছে দল। শনি ও রবি অনুশীলন করবে টিম। দলের শরীরী ভাষা পরিষ্কার। জয় ছাড়া অন্য কিছু ভাবছেন না পেত্রাতোস, হুগো বুমোসরা। টানা ১১ ম্যাচে অপরাজিত থেকে সবুজ-মেরুনের গোলকিপার কাইথও আত্মবিশ্বাসী। গোল্ডেন গ্লাভস জয়েও খুশি নন তিনি। জানিয়েছেন,, ট্রফি জিততে না পারলে এই সম্মানের কোনও মূল্য নেই।
সবুজ-মেরুনের গোলকিপার বিশাল কাইথ বলেন,"যে কোনও গোলকিপারেরই এই স্ব্প্ন থাক। গোল্ডেন গ্লাভস পেয়ে ভাল লাগছে। এই সম্মান পাওয়ার স্বপ্ন ছিল। জীবনে প্রথম এই সম্মান পেলাম। এখন আগামী দুটো ম্যাচ জিততে হবে। সেই লক্ষ্যেই সোমবার মাঠে নামব।"