মণিপুরকে হারিয়ে সন্তোষ ট্রফির ফাইনালে (Santosh Trophy Final 2022) উঠে গিয়েছে বাংলা (West Bengal)। এবার তাঁদের সামনে টুর্নামেন্টের সবচেয়ে কঠিন প্রতিপক্ষ কেরল (Kerala)। এবার টুর্নামেন্টে কেরলের কাছেই হেরেছিল বাংলা। ফাইনালে সেই বদলার ম্যাচে জিতেই ট্রফি জয়ের জন্য মুখিয়ে আছেন ফারদিন আলি বা মহীতোষরা।
রবিবার বিকেলে অনুশীলনে নেমেছিল বাংলা। এবার টুর্নামেন্টে অন্য সবকটি দলের থেকে এগিয়ে কেরল। তাদের টিমে এমন কিছু কি ফুটবলার আছে, যারা যে কোনও প্রতিপক্ষের রাতের ঘুম উড়িয়ে দিতে পারে। তাঁদের নিয়ে আলাদা পরিকল্পনা ও অনুশীলনও চালাল বাংলা। কোচ রঞ্জন ভট্টাচার্য (Ranjan Bhattacharya) জানিয়েছেন, সন্তোষ ট্রফির ফাইনালে মানসিক চাপ কমিয়ে মাঠে নামতে চাইছে তাঁরা। ট্রফি জেতা ছাড়া অন্য কিছু ভাবতে চাইছে না টিম।
আরও পড়ুন: ক্রিকেটার জাডেজাকে চেন্নাইয়ের প্রয়োজন, হায়দরাবাদকে হারিয়ে দাবি নেতা ধোনির
কোচ রঞ্জন ভট্টাচার্য জানান, "ফুটবল ম্যাচে চাপ থাকবেই। সন্তোষ ট্রফির ফাইনাল খেলা সহজ নয়। তবে মাঠভর্তি দর্শকদের সামনে ম্যাচ খেলে সেই চাপ আর নেই। ফাইনাল সম্পূর্ণ আলাদা ম্যাচ। অন্য কোনও ম্যাচের সঙ্গে এর তুলনা হবে না। ফাইনালে ভাল খেলবে বাংলা। সুযোগ কাজে লাগালে না জেতার কিছু নেই।"