শনিবাসরীয় ডার্বির ‘হিরো’ তিনি, ৮৭ মিনিটের মাথায় তাঁর পায়েই গোল এসে ম্যাচের ফল হয়েছে ড্র। তবুও মাত্র ১ পয়েন্ট পেয়েই সন্তুষ্ট থাকতে হয়েছে দিমিত্রি পেত্রাতোসকে। ম্যাচের সেরা হয়ে কী বললেন তিনি?
Benarasi Style : মায়ের বেনারসি নষ্ট হতে বসেছে? বিয়েবাড়িতে এইভাবে পরুন, স্পটলাইট থাকবে আপনার দিকেই
ফুটবলারের কথায় ম্যাচ যে হারেননি সেটাই আসল। দু’বার পিছিয়ে গিয়েও ম্যাচের ফল হয়েছে ড্র। এরপর ইস্টবেঙ্গলকে ‘কঠিন প্রতিপক্ষ’ হিসেবে উল্লেখ করে পেত্রাতোস জানান , ‘‘দু’বার পিছিয়ে পড়ে সমতা ফিরিয়েছি। শেষ পর্যন্ত ম্যাচ ড্র হয়েছে। ১ পয়েন্ট পেয়েছি। তাতে আমরা সন্তুষ্ট।”