শুক্রবার রাত থেকে শুরু হচ্ছে ইউরোর মেগাযুদ্ধ। এবার ইউরো কাপেও অফিসিয়াল বল অ্যাডিডাসের। জার্মানের এই ফুটবল যুদ্ধে অংশ নিচ্ছে ২৪টি দেশ। এবার অফিসিয়াল বলের নাম দেওয়া হয়েছে ফুসবল লিবা।
২০২৩ সালে উয়েফা এই বল প্রথম প্রকাশ্যে আনে। অলিম্পিয়া স্টেডিয়ামে একটি ইভেন্টে প্রথম এই বলের ছবি প্রকাশ্যে আসে। জার্মানি ভাষায় 'ফুসবল লিবা' শব্দের অর্থ ফুটবলের প্রতি ভালবাসা। অ্যাডিডাস জানিয়েছে, জৈবজাত উপাদান দিয়ে এবার বলের অংশ বানানো। অধিকাংশ ব্যবহার করা হয়েছে, ভুট্টার আঁশ ও কাঠের অংশ। বিশ্বকাপের মতো এই বলেও প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। যার ফলে VAR প্রযুক্তিতে ধরা পড়বে গোল। বলের কাটিং এজ টেকনোলজিও আরও উন্নত করা হয়েছে।
ইউরো কাপের এবারের অফিসিয়াল বলকে বলা হচ্ছে রোবট বল। অর্থাৎ, এই বল গোটা ম্যাচের পরিসংখ্যান ধরে রাখতে পারবে। অর্থাৎ, বলের স্পিড, রোটেশন, সবই পরিসংখ্যানই উঠে আসবে বল থেকে। হ্যান্ডবল, পেনাল্টি নেওয়ার ক্ষেত্রেও সুবিধা হবে রেফারিদের।