রবিবার সৌদি আরবের (Saudi Arab) ক্লাব আল নাসেরে (Al Nassr) অভিষেক হবে রোনাল্ডোর (Cristiano Ronaldos)। যদিও এর আগে রিয়াধ অল স্টারের হয়ে পিএসজির বিরুদ্ধে খেলেছেন। জোড়া গোলও করেছেন রোনাল্ডো।
তবে, ম্যাচটি নিজের ক্লাব আল নাসেরের জার্সিতে খেলেননি। রবিবার ইত্তেফাকের বিরুদ্ধে অফিশিয়ালি আল নাসেরের হয়ে ক্লাবের জার্সিতে খেলবেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। রিয়াধের কিং সাউদ স্টেডিয়ামে এই খেলা হবে।
কখন, কোথায় সেই খেলা দেখা যাবে?
ভারতীয় সময় রবিবার রাত ১১ টায় শুরু হবে এই ম্যাচ। পিএসজি বনাম রিয়াধ অল স্টার ম্যাচ যেমন ভারতীয় টেলিভিশনে দেখা যায়নি এই ম্যাচও দেখা যাবে না। তবে, ভারতীয়রা প্রিয় ফুটবলারের এই ম্যাচ দেখতে পাবেন ইউটিউবে। এছাড়াও লাইভ ম্যাচ দেখা যাবে শাহিদ অ্যাপে।