একজন মার্কিন দেশে। অন্যজন এশিয়ার মাটিতে। তবুও মাঠ ও মাঠের বাইরে তাঁদের ছায়াযুদ্ধ চলছে। তবে একটা সময় ছিল শক্রর নাম শুনলে মাথা গরম করতেন। কিন্তু এখন পাল্টে গিয়েছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। তাই, শুক্রবার রিয়াধ ডার্বিতে মেসির নাম শুনে উড়ন্ত চুম্বন ছুঁড়ে দিলেন সিআর সেভেন।
রিয়াধ ডার্বিতে নেইমারের আল-হিলালের বিরুদ্ধে খেলতে নেমেছিল রোনাল্ডোর আল-নাসের। ম্যাচে ৩-০ গোলে হেরেছেন রোনাল্ডোরা। বিরতির সময় মাঠ ছাড়ছিলেন ক্রিশ্চিয়ানো। সেইসময় গ্যালারি থেকে উড়ে আসে মেসির নামের স্লোগান। সেই মেসি ভক্তদের ফ্লাইং কিস দিয়েই মাঠ ছাড়েন সিআর সেভেন।
এই ম্যাচে গোল না পেলেও সৌদি লিগে এখন টপ স্কোরার রোনাল্ডো। প্রাক্তনরা বলছেন, তিনি এখন পরিণত। তাই দল হারলেও রোনাল্ডোর মুখে লেগেছিল হাসি। উত্তেজনার ম্যাচে দেখা যায় সতীর্থদের আগলাচ্ছেন ক্রিশ্চিয়ানো।