প্রথম সপ্তাহে বিদায় নিয়েছে ১৬টি দেশ। এবার বিদায় নেবে আরও ৮ দেশ। প্রি-কোয়ার্টার ফাইনালের লড়াই তাই হাড্ডাহাড্ডি। এখনও পর্যন্ত চার জয়ী টিম কোয়ার্টার ফাইনালে (Quarter Final) নিজেদের জায়গা পাকা করে ফেলেছে। দেখে নেওয়া যাক, কেমন হতে পারে কোয়ার্টারের লড়াই।
শনিবার প্রথম ম্যাচে আমেরিকাকে হারিয়ে জয়ী নেদারল্যান্ডস। দ্বিতীয় ম্যাচে অস্ট্রেলিয়াকে হারিয়ে শেষ আটে জায়গা করে নিয়েছে আর্জেন্টিনা। শুক্রবার বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হবে নেদারল্যান্ডস ও আর্জেন্টিনা। ভারতীয় সময় রাত সাড়ে ১২টায় শুরু হবে ম্যাচ। শনিবার রাত সাড়ে বারোটায় মুখোমুখি হবে ফ্রান্স ও ইংল্যান্ড। এই দুই টিমের মধ্যে মাত্র ২টি টিম সেমিফাইনালে জায়গা করে নেবে।
আরও পড়ুন: জিরুতে রক্ষে নেই, এমবাপে দোসর, পোল্য়ান্ডকে হারিয়ে বিশ্বকাপের শেষ আটে ফ্রান্স
সোমবার রাতে ক্রোয়েশিয়ার বিরুদ্ধে নামবে জাপান। ব্রাজিল খেলবে দক্ষিণ কোরিয়ার বিরুদ্ধে। সোমাবারের ম্যাচের পর তৈরি হয়ে যাবে কোয়ার্টার ফাইনালের বাকি হিসেবও। প্রত্যেক ম্যাচের দিকে তাই নজর থাকবে ফুটবলপ্রেমীদের।