Qatar World Cup Golden Boot : শীর্ষে এমবাপে, গোল্ডেন বুটে লড়াই মেসি-জিরুর

Updated : Dec 14, 2022 16:41
|
Editorji News Desk

মঙ্গলবার থেকে কাতারে শুরু হচ্ছে ফাইনাল উইক। দুটি সেমিফাইনাল,  তৃতীয়স্থানের ম্য়াচের সঙ্গে লুসাইল স্টেডিয়ামে হবে এই বিশ্বকাপের মেগা ফাইনাল। আর আগে জোর লড়াই গোল্ডেন বুট কে পাবেন তা নিয়ে। এবারের বিশ্বকাপ এককথায় চমকের বিশ্বকাপ। দ্বিতীয় দিন থেকে অঘটন শুরু হয়েছে। যা চলেছে ব্রাজিল বনাম ক্রোয়েশিয়া ম্য়াচেও। তবে এবার গোল্ডেন বুটের দাবিদার হিসাবে এখনও পর্যন্ত এগিয়ে ফ্রান্সের কিলিয়ান এমবাপে। চারবছর আগে ফিফার বিচারে উদীয়মান ফুটবলার, কাতার বিশ্বকাপের নায়ক। এখনও পর্যন্ত পাঁচ গোল করে শীর্ষে তেইশ বছরের এই যুবক। এই বিশ্বকাপে ডেনমার্ক ও পোল্যান্ডের বিরুদ্ধে জোড়া গোল আছে তাঁর নামের পাশে। পাঁচ ম্য়াচে এমবাপের গোলের সংখ্য়া ৫। 

চারটি করে গোল করে একই বিন্দুতে আর্জেন্টিনার লিও মেসি এবং ফ্রান্সের অলিভার জিরু। দুই বর্ষীয়ান এই বিশ্বকাপে চমক দিয়েছেন। জীবনের শেষ বিশ্বকাপ খেলছেন মেসি। সৌদি আরব ম্য়াচে আর্জেন্টিনা হেরেছে। কিন্তু মেসি গোল করেছেন। গুরুত্বপূর্ণ মেক্সিকো ম্য়াচেও গোল আছে তাঁর। এই বারই প্রথম নক-আউটে গোল এসেছে মেসির পা থেকে। অন্যদিকে করিম বেঞ্জেমার চোট ভাগ্য খুলে দিয়েছে জিরুর। গ্রুপের শুরু থেকেই গোলের মধ্য়ে ফ্রান্সের এই গোলমেশিন। কোয়ার্টার ফাইনালে তাঁর হেডেই ইংল্য়ান্ডকে ছিটকে দিয়েছে ফ্রান্স। কাতার থেকেই তিনি এখন ফরাসি ফুটবলের সর্বোচ্চ গোলদাতা। 

এছাড়াও তালিকায় থাকলেও বিশ্বকাপে নেই পর্তুগালের গঞ্জালো রামোশ। তিনি এই বিশ্বকাপের একমাত্র ফুটবলার, যিনি হ্যাটট্রিক করেছেন। মেসি ছাড়াও এবার সেরা গোলদাতার তালিকায় আছেন আর্জেন্টিনার নবাগত হুলিয়ান অ্য়ালভারেজ। ক্রোয়েশিয়ার আন্দ্রে ক্র্যামারিচ এবং মরক্কোর ইউসুফ এন-নাসেরি। 

MessiQatar World Cup 2022MbappeFIFA World Cup

Recommended For You

editorji | খেলা

India vs Australia: ১৮৫ রানে শেষ ভারতের ইনিংস, 'বডিলাইন' অ্যাটাকে বিধ্বস্ত পন্থ, রান পেলেন না বিরাটও

editorji | খেলা

Mohun Bagan Super Giant : বছর শুরু শীর্ষে থেকেই, ১১ জানুয়ারি ডার্বি কোথায় ?

editorji | খেলা

Goutam Gambhir : বোর্ডের বার্তা ফিরিয়ে রোহিতের অবসরেই কি সিলমোহর বসালেন গম্ভীর ?

editorji | খেলা

Rohit Sharma: মেলবোর্নই শেষ টেস্ট! এবার কি অবসর নেওয়া উচিত রোহিতের?

editorji | খেলা

Rohit Sharma: বাদ পড়লেন খোদ অধিনায়ক, সিডনিতে বিশ্রামে রোহিত শর্মা, অবসর কি নেবেন!