১৯৮২ সাল থেকে গোল্ডেন বুট পুরস্কার দেওয়া শুরু করে ফিফা। এবার কাতার বিশ্বকাপে গ্রুপ লিগ ও প্রি-কোয়ার্টার ফাইনাল শেষ। গোল্ডেন বুটের দৌড়ে আছেন একাধিক ফুটবলার। শেষ আটে কারা আছেন, কাদের সঙ্গে হবে লড়াই। শেষ পর্যন্ত কে পাবেন গোল্ডেন বুট।
ফ্রান্সের কাইলান এমবাপে। ৪টি ম্যাচ খেলে এখনও পর্যন্ত ৫টি গোল করেছেন তিনি। গোল্ডেন বুটের তালিকায় এখনও পর্যন্ত ১ নম্বরে আছেন তিনিই। শনিবার রাতে ইংল্যান্ডের বিরুদ্ধে নামবে ফ্রান্স। গোল পেলে অনেকটাই এগিয়ে যাবেন তিনি।
এরপরই ৩টি করে গোল করে তালিকায় আছেন একসঙ্গে ৬ জন ফুটবলার। তবে শেষ আটে জায়গা পাওয়া টিমের মধ্যে শীর্ষে আছেন আর্জেন্টিনার লিওনেল মেসি। আছেন নেদারল্যান্ডসের কডি গাকপো, ব্রাজিলের রিচার্লিসন, ফ্রান্সের অলিভার গ্রিয়দঁ, ইংল্যান্ডের বুকোয়ো সাকা ও ব়্যাশফোর্ড। একই ম্যাচে হ্যাটট্রিক করে আছেন পর্তুগালের গঞ্জালো রামোস।
টুর্নামেন্ট থেকে ছিটকে গিয়ে তালিকায় নেই স্পেনের আলভারো মোরাতা ও ইকুয়েডরের ভ্যালেন্সিয়া।