ক্লাবের পর জাতীয় দলের কোচের সঙ্গে ঝামেলা। প্রি-কোয়ার্টার ফাইনালে হঠাৎ করেই বাদ ক্রিশ্চিয়ানো রোনাল্ডো (Cristiano Ronaldo)। কী কারণে বাদ পড়েছিলেন তিনি। কেন তাঁকে বাদ রেখে দল ঘোষণা করেন ফার্নান্দো স্যান্টোস (Fernando Santos)! সুইজারল্যান্ড ম্যাচ ৬-১ ব্যবধানে জিতে মুখ খুললেন পর্তুগিজ কোচ।
কোয়ার্টার ফাইনালে ওঠার পর পর্তুগিজ কোচ জানান, কোনও মতবিরোধ ছিল না রোনাল্ডোর সঙ্গে। কৌশলগত কারণেই প্রথম একাদশে রোনাল্ডোকে রাখা হয়নি। সঙ্গে রোনাল্ডোর প্রশংসাও করেছেন পর্তুগিজ কোচ। তিনি জানান, অধিনায়ক হিসেবে দলের কাছে উদাহরণ তৈরি করেছেন রোনাল্ডো। প্রতিপক্ষ সুইৎজারল্য়ান্ডের বিরুদ্ধে দলের কৌশল সম্পূর্ণ আলাদা ছিল। স্যান্টোস মনে করছেন, সেই কারণেই রোনাল্ডোকে না নামিয়ে ডালোট, রাফায়েল ও ক্যানসেলোকে নামানো হয়েছে। তাঁর মতে, "সুইৎজারল্য়ান্ডের বিরুদ্ধে যেমন দল নামালে ভাল হবে মনে হয়েছে, তেমনই নামানো হয়েছে।"
আরও পড়ুন: ছবিতে পোজ রিচার্লিসনদের, বাচ্চাদের সঙ্গে খেলায় মাতলেন তিতে, হালকা মেজাজে ব্রাজিল
ক্রিশ্চিয়ানো রোনাল্ডো ও ফার্নান্দো স্যান্টোসের সম্পর্ক কি উত্তপ্ত হয়েছে! সে কথা মানতেই চাননি স্যান্টোস। তিনি জানান, দীর্ঘদিনের বন্ধু তিনি। তাঁর সঙ্গে অধিনায়কের কোনও সমস্যা নেই। যা সমস্যা ছিল, আগেই মিটে গিয়েছে। দুর্দান্ত অধিনায়ক হিসেবে দলের সামনে উদাহরণ তৈরি করেছেন রোনাল্ডো।