কোয়ার্টার ফাইনালে নেদারল্যান্ডসের বিরুদ্ধে রুদ্ধশ্বাস ম্যাচে জয়। নিজেকে সংযত রাখতে পারেননি লিওনেল মেসির মতো শান্ত ফুটবলারও। ম্যাচের পর ইন্টারভিউ দেওয়ার সময় নেদারল্যান্ডসের ফুটবলার ও গোলদাতা উইর্ঘোষ্টকে 'বোবো' বলে ধমক দেন। স্প্যানিশে যার অর্থ বোকা। ভিডিয়োতে মেসিকে রাগতে দেখে অবাক হয়েছিল ফুটবলবিশ্ব। কিন্তু তাঁর স্ত্রী কিন্তু বিষয়টিতে মজাই পেয়েছেন। নকল করেছেন মেসিকে।
কোয়ার্টার ফাইনালে নেদারল্যান্ডস ম্যাচ দেখার পর সন্তানদের নিয়ে হোটেলে ফিরছিলেন আন্তোনেলা মেসি। ওই ভিডিয়োতে দেখা যায়, কাতারের রাস্তায় হাঁটতে হাঁটতে মেসিকে নকল করছেন তাঁর আন্তোনেলা। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়, আন্তোনেলা মেসির সেই ভিডিয়ো।
নেদারল্যান্ড-আার্জেন্টিনা ম্যাচে গণ্ডগোলের জেরে হলুদ কার্ড দেখেছেন দুই টিমের মোট ১৮ জন ফুটবলার ও সাপোর্ট স্টাফ। নেদারল্যান্ডস ম্যাচে কোচ লুইস ভ্যানগলের সঙ্গে উত্তপ্ত বাক্য বিনিময় হয় লিওনেল মেসির।