ডুরান্ডে কী ফের ডার্বির স্বাদ পাবে কলকাতা ? রবিবার মোহনবাগান জিততেই তাল ঠোকা শুরু করে দিল ময়দান। ঠিক হয়ে গিয়েছে সেমিফাইনালের লাইনআপ।
২৯ অগাস্ট নর্থইস্টের বিরুদ্ধে প্রথম সেমিফাইনাল খেলবে ইস্টবেঙ্গল। আর ৩১ তারিখ মোহনবাগানের প্রতিপক্ষ এফসি গোয়া। শেষ চারে দুই প্রধান জিতলেই তা সম্ভব হতে পারে। ফলে তেসরা সেপ্টেম্বর যুবভারতীতে উনিশ বছর পর ফের ডুরান্ড ফাইনালে ডার্বির স্বাদ পাবেন বাংলার ফুটবল প্রেমীরা।
আরও পড়়ুন : মুম্বই মিথ ভেঙে ডুরান্ডের সেমিতে মোহনবাগান, যুবভারতীতে জয় ৩-১ গোলে
শেষবার ২০০৪ সালে ডুরান্ডের ফাইনালে মুখোমুখি হয়েছিল দুই প্রধান। জোড়া গোল করে সেই ম্যাচের তারকা হয়েছিলেন চন্দন দাস। ওই ম্যাচে ইস্টবেঙ্গলের কাছে দুই-এক গোলে হেরেছিল মোহনবাগান। আর ওই বছরই ছিল ইস্টবেঙ্গলের শেষবার ডুরান্ড জয়।
পরিসংখ্যান বলছে, দুই ক্লাবই ১৬ বার করে ডুরান্ড নিজেদের ঘরে তুলেছে। মোহনবাগান শেষবার ডুরান্ড জিতেছিল এই শতকের শুরুতে। মহীন্দ্রা ইউনাইটেডকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল সবুজ-মেরুন।
তার ঠিক ১৯ বছর পর ফাইনালে উঠেও গোকুলামের কাছে ২-১ গোলে হেরেছিল মোহনবাগান। ফলে প্রায় ২৩ বছর হয়ে গিয়েছে ডুরান্ড এখনও অধরা মোহনবাগানের।