এই নিয়ে ১৬ বার। ফিফার সেরা একাদশে ফের লিওনেল মেসি। বর্ষসেরার পুরস্কার জিতেছেন। তারপর জুরিখ থেকে ঘোষিত বর্ষসেরা দলেও জায়গা করে নিয়েছেন বিশ্বজয়ী আর্জেন্টাইন তারকা। ভারতীয় সময় সোমবার মধ্য রাতে এই পুরস্কার দেওয়া হয়েছে।
বারের নিচে বেলজিয়ামের থিবু কুর্তোয়া। তিন ডিফেন্ডার জোয়াও ক্যানসালো, আশরফ হাকিমি এবং ভার্জিল ডাইক। মাঝ মাঠে ক্যাসিমেরোর সঙ্গে লুকা মদ্রিচ এবং কেভিন ডি ব্রুয়েন। মেসির সঙ্গে চার স্ট্রাইকার করিম বেঞ্জেমা, কিলিয়ান এমবাপে এবং আর্লিং হ্যালান্ড।
এমবাপে, বেঞ্জিমাদের হারিয়ে ফিফার বর্ষসেরা ফুটবলারের খেতাব জিতেছেন মেসি। ৫২ পয়েন্ট পেয়েছেন তিনি । অন্যদিকে, ৪৪ পয়েন্ট পেয়ে এবারও দ্বিতীয় হয়েই থাকতে হল কিলিয়ান এমবাপে-কে । তৃতীয় হয়েছেন করিম বেঞ্জিমা, তাঁর সংগ্রহ ৩৪ পয়েন্ট । মহিলাদের মধ্যে বর্ষসেরা হয়েছেন আলেক্সিয়া পুটেলাস ।
পুরুষদের মধ্যে বছরের সেরা কোচ হয়েছেন আর্জেন্টিনার লিওনেল স্কালোনি । তিনিই দেশকে তৃতীয় বিশ্বকাপ এনে দিয়েছেন । অন্যদিকে, মহিলাদের মধ্যে সেরা কোচ ইংল্যান্ডের ম্যানেজার সারিনা উইগম্যান ।