জিতেই এশিয়া সফর শেষ করল আর্জেন্টিনা। জার্কাতায় ইন্দোনেশিয়াকে দুই-শূন্য গোলে হারাল মেসিহীন বিশ্ব চ্যাম্পিয়নরা। ম্যাচের ৩৮ মিনিটে লিওনার্দো প্যারাডেসের দূরপাল্লার শটে লিড নেয় আর্জেন্টিনা। ৫৫ মিনিটে দ্বিতীয় গোল রোমেরোর। বেজিংয়ে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে জয়ের পরেই লিও মেসি জানিয়ে দিয়েছিলেন জার্কাতার ম্যাচে তিনি খেলবেন না। তাই খানিকটা ভাঙা মন নিয়ে এই ম্যাচে মাঠে এসেছিলেন মেসিভক্তরা। কিন্তু তাঁদের নিরাশ করেনি আর্জেন্টিনা।
প্রায় পূর্ণ শক্তিকেই এদিন ইন্দোনেশিয়ার বিরুদ্ধে মাঠে নামান আর্জেন্টাইন কোচ লিওনেল স্কালোনি। বেশ কয়েকটি পরিবর্তনও করেছিলেন। ম্যাচ শেষে তিনি জানান, মেসি পরবর্তী আর্জেন্টিনা তৈরির কাজ তিনি এখন থেকেই শুরু করেছেন। স্কালোনি জানিয়েছেন, জাতীয় দলের ভবিষ্যৎ নিয়ে মেসির সঙ্গে তাঁর আলোচনা হয়েছে।
বেজিং থেকেই মেসির ঘোষণা ছিল, ২০২৬ সালের বিশ্বকাপ তিনি খেলবেন না। আবার তিনি দাবি করেছিলেন, চার বছর অনেক সময়। মত বদলাতেও পারেন। এই ধোঁয়াশার মধ্যেই জার্কাতা থেকে মেসিহীন আর্জেন্টিনা মাঠে নেমে পড়ল।