হেক্সা জয়ের লক্ষ্যে কাতার ছুঁল ব্রাজিল। ইতালির তুরিন থেকে দোহায় আসেন নেইমাররা। বিমানবন্দরেই নেইমারদের দেখতে ভিড় উপড়ে পড়ে। মাত্র আর কয়েক ঘণ্টা পরেই শুরু হবে বিশ্বকাপ। তার আগে থেকে এবার ব্রাজিলকেই ফেভারিট হিসাবে এগিয়ে রাখছেন প্রাক্তন থেকে ফুটবল পণ্ডিতরা। কিন্তু বিশ্বকাপ জয় নিয়ে এখনও পর্যন্ত একটি শব্দও খরচ করেননি ব্রাজিল কোচ তিতে।
কাতারে বিশ্বকাপ খেলার আগেই অবশ্য এবার তাদের জার্সি সামনে এনেছে ব্রাজিল। শনিবার ইতালির তুরিনে অনুশীলনের পর নতুন জার্সিতেই দেখা গিয়েছে ফুটবলারদের। প্রায় ৭২ ঘণ্টার বেশি সময় জুভেন্তাসের মাঠে অনুশীলন করেছে পাঁচ বারের বিশ্বচ্যাম্পিয়নরা।
এবার গ্রুপ জি থেকে ব্রাজিলের বিশ্বকাপের অভিযান। এই গ্রুপে রয়েছে সার্বিয়া, সুইৎজারল্যান্ড ও ক্যামেরুন। ব্রাজিলের বিশ্বকাপে প্রথম ম্য়াচ ভারতীয় সময় ২৫ নভেম্বর। প্রতিপক্ষ সার্বিয়া।