রবিবার কাতার বিশ্বকাপের ফাইনাল। নামবে আর্জেন্টিনা ও ফ্রান্স। রবিবার পিএসজি টিমের দুই বন্ধু লিওনেল মেসি (Lionel Messi) ও কিলিয়ান এমবাপের (Kylian Mbappe) দ্বৈরথ। এবার বিশ্বকাপে ৫ নম্বর গোল করে দুজনেই একই বিন্দুতে দাঁড়িয়ে। কে পাবেন এবার গোল্ডেন বুট!
ফিফার নিয়ম অনুযায়ী, সর্বাধিক গোলদাতাকে গোল্ডেন বুট দেওয়া হয়। বিশ্বকাপে একসঙ্গে দুজনের বেশি ফুটবলার একই সংখ্যক গোল করলে, নিয়ম আলাদা। তখন অ্যাসিস্টের সংখ্যা দেখা হয়। তাও যদি এক হয়, তখন দেখা হয়, কে কত কম সময় মাঠে ছিলেন।
এবার বিশ্বকাপে দেশের জার্সিতে ৫টি গোল করেছেন লিওনেল মেসি। সঙ্গে ৩টি অ্যাসিস্টও করেছেন তিনি। বিশ্বকাপে গোল্ডেন বুটের দৌড়ে তিনিই এগিয়ে আছেন। এদিকে সেমিফাইনালে গোল করতে পারেননি কিলিয়ান এমবাপে। গোলে মেসির সমানই আছেন। কিন্তু অ্যাসিস্টে পিছিয়ে এমবাপে। মাত্র ২টি অ্যাসিস্ট করেছেন। গোল্ডেন বুটের ক্ষেত্রে পেনাল্টির গোলও বিবেচ্য হয়।
আরও পড়ুন: ফাইনালে কীভাবে আটকানো হবে মেসিকে, চিন্তায় ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ফ্রান্স
মেসি এমবাপের পরই এই তালিকায় আছে জুলিয়ান আলভারেজ। আর্জেন্টিনার এই তরুণ তারকা ক্রোয়েশিয়ার বিরুদ্ধে পরপর ২টি গোল করে মোট ৪টি গোল করে ফেলেছেন। ৪ গোল করে লড়াইয়ে আছেন অলিভার জিরু।