ফুটবল বিশ্বকাপ (Qatar world Cup) নিয়ে মেতে রয়েছে বাংলা। ব্রাজিল (Brazil) বিদায় নেওয়ার পর বাঙালির সব আবেগ উচ্ছ্বাস এখন আর্জেন্টিনাকে (Argentina) ঘিরে। মেসি মেসি চিৎকারে যেন গর্জে উঠতে চাইছে বাঙালি। এই আবহে মেসি (Messi) ও মারাদোনাকে (Maradona) নিয়ে গান বাঁধলেন বাংলার প্রাক্তন ফুটবলার ভুবন চট্টোপাধ্যায়। এই গানের কথা ও সুর করেছেন ভুবন চট্টোপাধ্যায়। কণ্ঠ শিল্পীও স্বয়ং ভুবন চট্টোপাধ্যায়। তাঁর সঙ্গ দিয়েছেন স্ত্রী কাকলি চট্টোপাধ্যায়
'আর্জেন্টিনা মানে মারাদোনা, আর্জেন্টিনা মানে মেসি, আর্জেন্টিনা মানে শুধু ফুটবল খেলা, আমরা আর্জেন্টিনাকে ভালোবাসি।' প্রাক্তন ফুটবলার গোটা আর্জেন্টিনা দলের শুভকামনার উদ্দেশে এই গান উৎসর্গ করেছেন। যা ইতিমধ্যেই মন ছুঁয়েছে বাঙালির।
কলকাতা ভেটারেন্স ক্লাবের হয়ে ফুটবলে হাতেখড়ি হয়েছিল ভুবন চচট্টোপাধ্যায়ের। এরপর আশির দশকের মাঝামাঝি সময় থেকেই গোলকিপার হিসেবে ময়দান কাঁপিয়েছেন তিনি। দুই প্রধান মোহনবাগান-ইস্টবেঙ্গল টালিগঞ্জ তো বটেই, অগ্রগামী, বিএনআর,এরিয়ান, পোর্ট ট্রাস্ট, কলকাতা পুলিশের জার্সিও পরেছেন তিনি।
আরও পড়ুন- মেসির জন্য প্রার্থনায় বাংলা, মা কালীর কাছে পুজো দিলেন মেসি ভক্তরা
১৯৯৬ সালে ফুটবল ছেড়েছেন। কিন্তু তারপরও মাঠ বিমুখ হয়ে থাকতে পারেননি ভুবনবাবু। বহুদিন ফুটবল কোচিং করিয়েছেন। বহুমুখী প্রতিভার অধিকারী এই বাঙালী ২০০৬ সাল থেকে নিজে গান লেখার পাশাপাশি তাতে সুর দেওয়া এবং গান করা সবই সামলেছেন নিজের মুন্সিয়ানায়। প্রচুর অ্যালবাম রয়েছে তাঁর। আর্জেন্টিনার মেসির হাতে বিশ্বকাপ দেখতে চেয়ে এবার গান বেঁধেছেন হাওড়ার শিবপুর মন্দিরতলার বাসিন্দা ভুবন চ্যাটার্জি।