প্রয়াত আম্পায়ার আসাদ রাউফ। আইসিসি এলিট প্যানেল আম্পায়ার ছিলেন তিনি। পাক সংবাদমাধ্যম সূত্রে খবর, বুধবার রাতে তাঁর লাহোরের বাড়িতে হৃদরোগে আক্রান্ত হন তিনি। বয়স হয়েছিল ৬৬ বছর।
পাকিস্তানি আম্পায়ার হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটে যারা জনপ্রিয়, রাউফ তাঁদের মধ্যে অন্যতম। একাধিকবার বিতর্কে জড়িয়েছেন তিনি। ২০১৩ সালে ম্যাচ গড়াপেটা বিতর্কে কেরিয়ার শেষ হয়ে যায় রাউফের। তাঁর মৃত্যুতে শোকজ্ঞাপন করেছেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান রামিজ় রাজা।
২০০০ সালে প্রথম আন্তর্জাতিক ক্রিকেটে আম্পায়ারিং শুরু করেন রাউফ। ২০০৬ সালে আইসিসি এলিট প্য়ানেলে উঠে আসেন তিনি। ৪৯টি টেস্ট, ১৩৯টি ওয়ানডে ও ২৮টি T20 আন্তর্জাতিকে আম্পায়ারিং করেন তিনি। ২০১৩ সালে আইপিএলে গড়াপেটার অভিযোগে অন্যতম অভিযুক্ত ছিলেন আসাদ রাউফ।