ফ্রান্সকে হারিয়ে ইউরোকাপের ফাইনালে পৌঁছল স্পেন। আর এরপরেই মুখ খুললেন ফ্রান্সের ক্যাপ্টেন কিলিয়ান এমবাপে। জানালেন, নিজেদের সেরাটা দিতে পারেননি। তাঁদের চেষ্টায় খামতি ছিল।
জার্মান মিউনিখে ফ্রান্সকে ২-১ গোলে হারায় স্পেন। চেনা ছন্দে দেখা যায়নি এমবাপেকে। এরপরেই সমালোচনা শুরু হয় ফুটবলপ্রমীদের মধ্যে। ক্রীড়া বিশেষজ্ঞদের অনেকেই জানিয়েছেন, একাধিক গোল মিস না করলে অনায়াসে স্পেনকে হারানো সম্ভব হতো এমবাপেদের জন্য।
Read More- পিছিয়ে গিয়েও লড়াই করল ইয়ামাল, ফ্রান্সকে হারিয়ে ইউরোর ফাইনালে পৌঁছল স্পেন
এরপরেই সাংবাদিকদের মুখোমুখি হয়ে এমবাপে বলেন, "ওরা আমাদের চেয়ে ভালো খেলেছে। যোগ্য টিম হিসেবেই"
তিনি আরও বলেন, "আমার ইচ্ছা ছিল ইউরোকাপ জয় করব। কিন্তু আমি তা করতে ব্যার্থ হয়েছি, যা খুবই দুর্ভাগ্যজনক।"