Euro Cup 2024: তিনরঙা মাস্কে অনুমতি নেই , ফ্রান্সের পতাকার ফেসগার্ড পড়ে মাঠে নামলেই কড়া শাস্তি এমবাপের!

Updated : Jun 21, 2024 16:43
|
Editorji News Desk

ইউরো-তে নেদারল্যান্ডস বনাম ফ্রান্স ম্যাচ । প্রশ্ন একটাই ভাঙা নাক নিয়ে কি মাঠে নামবেন কিলিয়ান এমবাপে ? ভাঙা নাক নিয়েই তাঁকে অনুশীলন করতে দেখা গিয়েছে । পরে কোচ দিদিয়ের দেশঁ জানান, ভাঙা নাক নিয়েই 'খেলা হবে' । এমবাপে খেলবেন । তবে, একটি বিশেষ মাস্ক পরে মাঠে নামতে হবে তাঁকে । এখবরে এমবাপে অনুরাগীদের সাময়িক স্বস্তি মিলেছে ঠিকই, কিন্তু আবার ওই মাস্ক নিয়েও নতুন করে প্রশ্ন উঠতে শুরু করেছে । জানা গিয়েছে, ফেস গার্ড বা মাস্ক পরে খেলার অনুমতি নেই এমবাপে-র । আর তার কারণ হল মাস্কে ফ্রান্সের পতাকা, যাতে তিনটি রং রয়েছে । সাধারণত একটি রঙের মাস্ক পরেই খেলার নিয়ম রয়েছে ।

বৃহস্পতিবার অনুশীলনে দেখা যায়, ফ্রান্সের পতাকার রঙের ফেস গার্ড বা মাস্ক পরেছেন এমবাপে । আর এখানেই নতুন করে বিপত্তি । শুক্রবার রাতেও এমবাপে যদি ফ্রান্স রঙা ফেস গার্ড পরে খেলতে নামেন, তা হলে ফ্রান্সের তারকা ফুটবলারকে নির্বাসিত করা হতে পারে । উয়েফার নিয়ম অনুযায়ী, ফেস গার্ড পরলেও তা এক রঙের হতে হবে । কিন্তু ফ্রান্সের পতাকার মতো এমবাপের ফেস গার্ডে তিনটি রং আছে । এভাবে খেলতে নামা নিয়মবিরুদদ্ধ । সেইসঙ্গে কড়া শাস্তিও হতে পারে । সেক্ষেত্রে শুক্রবার খেলতে নামার আগে ফেস গার্ডের রং পরিবর্তন করতে হবে ।

উল্লেখ্য, অস্ট্রিয়ার বিপক্ষে ১-০ গোলের জয়ের ম্যাচে বিপক্ষের ডিফেন্ডার কেভিন ডান্সোর সঙ্গে সংঘর্ষে নাক ভাঙে এমবাপের। ফ্রান্সের কোচ দিদিয়ের দেশঁ বলেছেন, ‘এখনই যদি অস্ত্রোপচার নাও করানো হয়, তা হলে প্রতিযোগিতা শেষ হলে করাতেই হবে।"

Mbappe

Recommended For You

editorji | খেলা

Ravichandran Ashwin: দেশে ফিরেই সংবর্ধনায় ভাসলেন, অশ্বিনের কেরিয়ারের সেরা পাঁচ মুহূর্ত

editorji | খেলা

Rohit Sharma : ব্রিসবেনে চরম ভুল রোহিতের ! অশ্বিনের অবসরের পর কি বললেন ভারত অধিনায়ক ?

editorji | খেলা

India vs Australia: ব্রিসবেনে ভিলেন বৃষ্টি, গাব্বায় প্রাপ্তি বাংলার আকাশদীপ

editorji | খেলা

Ravichandran Ashwin : ব্রিসবেন থেকে ব্যাড নিউজ, আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর অশ্বিনের

editorji | খেলা

Isha Guha : বুমরাকে 'বাঁদর' বলে দুঃখিত ইশা, নেট পাড়ায় তীব্র প্রতিক্রিয়া