ইউরো-তে নেদারল্যান্ডস বনাম ফ্রান্স ম্যাচ । প্রশ্ন একটাই ভাঙা নাক নিয়ে কি মাঠে নামবেন কিলিয়ান এমবাপে ? ভাঙা নাক নিয়েই তাঁকে অনুশীলন করতে দেখা গিয়েছে । পরে কোচ দিদিয়ের দেশঁ জানান, ভাঙা নাক নিয়েই 'খেলা হবে' । এমবাপে খেলবেন । তবে, একটি বিশেষ মাস্ক পরে মাঠে নামতে হবে তাঁকে । এখবরে এমবাপে অনুরাগীদের সাময়িক স্বস্তি মিলেছে ঠিকই, কিন্তু আবার ওই মাস্ক নিয়েও নতুন করে প্রশ্ন উঠতে শুরু করেছে । জানা গিয়েছে, ফেস গার্ড বা মাস্ক পরে খেলার অনুমতি নেই এমবাপে-র । আর তার কারণ হল মাস্কে ফ্রান্সের পতাকা, যাতে তিনটি রং রয়েছে । সাধারণত একটি রঙের মাস্ক পরেই খেলার নিয়ম রয়েছে ।
বৃহস্পতিবার অনুশীলনে দেখা যায়, ফ্রান্সের পতাকার রঙের ফেস গার্ড বা মাস্ক পরেছেন এমবাপে । আর এখানেই নতুন করে বিপত্তি । শুক্রবার রাতেও এমবাপে যদি ফ্রান্স রঙা ফেস গার্ড পরে খেলতে নামেন, তা হলে ফ্রান্সের তারকা ফুটবলারকে নির্বাসিত করা হতে পারে । উয়েফার নিয়ম অনুযায়ী, ফেস গার্ড পরলেও তা এক রঙের হতে হবে । কিন্তু ফ্রান্সের পতাকার মতো এমবাপের ফেস গার্ডে তিনটি রং আছে । এভাবে খেলতে নামা নিয়মবিরুদদ্ধ । সেইসঙ্গে কড়া শাস্তিও হতে পারে । সেক্ষেত্রে শুক্রবার খেলতে নামার আগে ফেস গার্ডের রং পরিবর্তন করতে হবে ।
উল্লেখ্য, অস্ট্রিয়ার বিপক্ষে ১-০ গোলের জয়ের ম্যাচে বিপক্ষের ডিফেন্ডার কেভিন ডান্সোর সঙ্গে সংঘর্ষে নাক ভাঙে এমবাপের। ফ্রান্সের কোচ দিদিয়ের দেশঁ বলেছেন, ‘এখনই যদি অস্ত্রোপচার নাও করানো হয়, তা হলে প্রতিযোগিতা শেষ হলে করাতেই হবে।"