বাড়ি ফেরাটা এবার থেকে আগের চেয়ে অনেকটা আলাদা হয়ে যাবে, কারণ প্রিয় পোষ্য আর অপেক্ষায় থাকবে না। নিজের পোষ্য কুকুরকে হারালেন প্রাক্তন ক্রিকেটার গৌতম গম্ভীর। চোখের জলে ভালোবাসার পোষ্যকে বিদায় জানালেন গম্ভীর।
সোশ্যাল মিডিয়ায় পোষ্যর সঙ্গে নিজের একটি ছবি পোস্ট করে তাকে হারানোর কথা জানিয়েছেন গম্ভীর। প্রাক্তন ক্রিকেটারের জীবনের অনেকখানি জুড়ে ছিল সেই পোষ্য। গম্ভীরের অনুরাগীদের কাছে বেশ পরিচিতই ছিল সে। দুজনের একসঙ্গে বহু ফ্রেমবন্দি মুহুর্তের সাক্ষী নেটদুনিয়া।
মার্চ মাসেই ক্রিকেট মাঠে দেখা যাবে গম্ভীরকে। আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের মেন্টর হয়েছেন তিনি। আবার পুরনো দলে ফিরেছেন গম্ভীর। অধিনায়ক হিসাবে যে দলকে দু’টি আইপিএল ট্রফি দিয়েছেন, সেই দলকে এ বার মেন্টর হিসাবে চ্যাম্পিয়ন করার লক্ষ্য রয়েছে তাঁর।