Gautam Gambhir : 'বিরাটের সঙ্গে কী কথা, জানাব না', সাংবাদিক বৈঠকে মন্তব্য কোচ গম্ভীরের

Updated : Jul 22, 2024 13:53
|
Editorji News Desk

ভারতীয় দলের কোচ গৌতম গম্ভীর । প্রশ্ন উঠছিল, ড্রেসিংরুমে আবার কোনও সমস্যা তৈরি হবে না তো বিরাটের সঙ্গে ? তার জবাবও দিয়েছিলেন কোহলি । বিসিসিআই সূত্রে খবর, বোর্ডকে কোহলি আশ্বস্ত করেছেন যে, গম্ভীরের সঙ্গে কাজ করতে তাঁর কোনও সমস্যা নেই । পুরনো তিক্ততার প্রভাব তাঁদের কাজে পড়বে না । এবার বিরাটের সঙ্গে তাঁর 'বিতর্কিত' সম্পর্ক নিয়ে মুখ খুলেছেন কোচ গৌতম গম্ভীর ।

সোমবার প্রথম কোচ হিসেবে সাংবাদিক বৈঠক করেন গৌতম গম্ভীর । সেখানেই বিরাটের সঙ্গে তাঁর পুরনো ঝামেলার প্রসঙ্গ তোলা হয় । এই বিষয়ে গম্ভীর বলেন, 'বিরাটের কী হয়েছে সেটা আমরা ছাড়া কেউ জানে না । আমরা সেটা কখনওই প্রকাশ্যে আনিনি। সবটাই আসলে টিআরপি ।' বিরাটের সঙ্গে তাঁর সম্পর্ক কেমন, বা কী নিয়ে ঝামেলা, এই নিয়ে বলতে নারাজ গম্ভীর । তবে, এখন তাঁদের লক্ষ্য ভারতকে জেতানো । দেশের জন্য দু'জনে একসঙ্গে কাজ করবেন বলে জানিয়েছেন গম্ভীর । 

বিরাট-গম্ভীরের মধ্যে ঝামেলার সূত্রপাত আইপিএল-এর মঞ্চে । সেইসময় লখনউ সুপার জায়ান্টসের মেন্টর ছিলেন গম্ভীর মেন্টর ছিলেন । ম্যাচ ছিল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিরুদ্ধে ।  ম্যাচ শেষ হয়ে যাওয়ার পর মাঠের মধ্যেই কথা কাটাকাটি হয় দু’জনের । সেই প্রসঙ্গে গম্ভীর এদিন জানান, পরিস্থিতি তখন আলাদা ছিল । তখন দু'জনের গায়েই আলাদা দলের জার্সি । নিজেদের দলের জন্য সব করেছিলেন তাঁরা । তবে, বিরাটের মতো গম্ভীরও জানিয়েছেন পুরনো ঝামেলার প্রভাব ভারতীয় দলের অন্দরে পড়বে না । বিরাট পেশাদার । দলের জন্য, দেশের জন্য একসঙ্গে লড়াই করবেন তাঁরা ।

গম্ভীর জানিয়েছেন, বিরাটের সঙ্গেও তাঁর কথা হয়েছে । কিন্তু, কী কথা হয়েছে, বা কী কথা হয়, তা তিনি কখনওই কাউকে জানাতে বাধ্য নন । 

২০২৩-এর আইপিএলে বিরাট-গম্ভীরের মধ্যে শুরু ঝামেলা । যদিও, চলতি বছরের আইপিএলে একেবারে বিপরীত ছবি দেখা যায় । এবছর নাইট রাইডার্সের মেন্টর ছিলেন গম্ভীর । রয়্যাল চ্যালেঞ্জার্সের বিরুদ্ধে একাধিক ম্যাচে কোহলি ও গম্ভীরের মধ্যে বন্ধুত্বপূর্ণ আচরণ লক্ষ্য করা গিয়েছিল । চিন্নাস্বামীতে খেলার মাঝে একে অপরকে জড়িয়ে ধরতেও দেখা গিয়েছিল ।

Gautam Gambhir

Recommended For You

editorji | খেলা

Ravichandran Ashwin: দেশে ফিরেই সংবর্ধনায় ভাসলেন, অশ্বিনের কেরিয়ারের সেরা পাঁচ মুহূর্ত

editorji | খেলা

Rohit Sharma : ব্রিসবেনে চরম ভুল রোহিতের ! অশ্বিনের অবসরের পর কি বললেন ভারত অধিনায়ক ?

editorji | খেলা

India vs Australia: ব্রিসবেনে ভিলেন বৃষ্টি, গাব্বায় প্রাপ্তি বাংলার আকাশদীপ

editorji | খেলা

Ravichandran Ashwin : ব্রিসবেন থেকে ব্যাড নিউজ, আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর অশ্বিনের

editorji | খেলা

Isha Guha : বুমরাকে 'বাঁদর' বলে দুঃখিত ইশা, নেট পাড়ায় তীব্র প্রতিক্রিয়া