তিনি এলেন, দেখলেন, জয় করলেন! প্রায় এমনটাই ঘটেছে সদ্যসমাপ্ত আইপিএলে কেকেআর-এর মেন্টর গৌতম গম্ভীরের সঙ্গে।
কলকাতা নাইট রাইডার্সের চ্যাম্পিয়ন হওয়ার নেপথ্যের কারিগর বলে মনে করা হচ্ছে দলের মেন্টর গৌতম গম্ভীরকে। ভারতীয় দলের পরবর্তী কোচ হিসেবেও উঠে আসছে তাঁর নাম। আইপিএল মরশুমের শুরু থেকেই গৌতম গম্ভীরকে নিয়ে আশাবাদী ছিলেন কলকাতা নাইট রাইডার্স সমর্থকরা। গম্ভীরকে দল পরিচালনার ব্যাপারে সম্পূর্ণ স্বাধীনতা দিয়েছিলেন দলের মালিক শাহরুখ খান। কেকেআর মেন্টর নিজের মতো করে দলে গড়েছেন। শুরু থেকেই ফাইনালে যাওয়ার স্বপ্ন দেখেছেন। সেই অনুযায়ী কাজ করেছেন একের পর এক। তারই ফলশ্রুতি কেকেআরের এই দাপট।
এবার, সেই গম্ভীরের একটি টুইট নিয়ে উচ্ছ্বসিত নেটিজেনরা। জয়ের পর চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্স দলের কয়েকটি ছবি শেয়ার করেছেন তিনি নিজের অফিশিয়াল এক্স অ্যাকাউন্ট থেকে। যার ক্যাপশনে গম্ভীর লেখেন- 'ডেয়ার টু ড্রিম' (স্বপ্ন দেখার সাহস)।