শ্রীলঙ্কা, বাংলাদেশ ও নিউজিল্যান্ড। কোচ হিসেবে গৌতম গম্ভীর ভারতীয় দলের দায়িত্ব নেওয়ার পর এখনও পর্যন্ত এই তিনটি দেশের বিরুদ্ধে সিরিজ খেলেছে টিম ইন্ডিয়া। এদের মধ্যে শ্রীলঙ্কার সঙ্গে ২৭ বছর বাদে একদিনের সিরিজে হেরে গিয়েছিল ভারত। বাংলাদেশের সঙ্গে টেস্ট ও একদিনের সিরিজে জিতলেও দেশের মাটিতে নিউজিল্যান্ডের কাছে টেস্ট সিরিজে ০-৩ ব্যবধানে পর্যুদস্ত হয়েছে ভারত। শুধু তাই নয়, এই প্রথম বার দেশের মাটিতে তিন বা তার বেশি টেস্টের সিরিজে ধরাশায়ী হয়েছে ভারত। অর্থাৎ, গম্ভীরের কোচিংয়ে ভারত দু’টি টি-টোয়েন্টি, দু’টি টেস্ট ও একটি এক দিনের সিরিজ খেলেছে। পাঁচটির মধ্যে দু’টি সিরিজ হেরেছে তারা। আর তার পরেই প্রশ্ন উঠে গিয়েছে গৌতম গম্ভীরের কোচিং নিয়ে। আইপিএলে কলকাতা নাইট রাইডার্সকে চ্যাম্পিয়ন করার পরে ভারতীয় দলের দায়িত্ব নিয়েছিলেন গৌতম গম্ভীর। দলের অন্দরে কানাঘুষো, বর্তমান পরিস্থিতিতে এই প্রাক্তন ভারতীয় ক্রিকেটারই হয়ে উঠতে পারেন 'ভিলেন'!
সম্ভবত এর প্রথম পদক্ষেপ হিসেবেই গৌতম গম্ভীরের 'ডানা' ছাঁটার পরিকল্পনা নেওয়া হয়েছে বলে সূত্রের খবর।
কোচ হওয়ার পর গম্ভীরকে বাড়তি সুবিধা দিয়েছিল বোর্ড। জানা গিয়েছে, রবি শাস্ত্রী বা রাহুল দ্রাবিড় যা সুবিধা পাননি, তা-ই পেয়েছিলেন গম্ভীর। বোর্ডের নিয়মের বাইরে গিয়ে বিশেষ সুবিধা দেওয়া হয়েছিল গম্ভীরকে। নিয়ম অনুযায়ী, ভারতীয় দলের কোচরা দল নির্বাচনের বৈঠকে থাকেন না। অতীতে রবি শাস্ত্রী বা রাহুল দ্রাবিড়ের মতো কোচরা কোনওদিন নির্বাচনী বৈঠকে থাকার অধিকার পাননি। শুধু তাই নয়, গম্ভীরের জোরাজুরিতেই কলকাতা নাইট রাইডার্সের হর্ষিত রানা ও সানরাইজার্স হায়দরাবাদের নীতীশ রেড্ডি অস্ট্রেলিয়া সফরের দলে জায়গা পেয়েছেন। নির্বাচকের প্রথমে তাঁদের কথা ভাবেননি। গম্ভীর তাঁদের বাধ্য করেছেন এই দুই তরুণকে দলে রাখতে।
এবার এইসব বন্ধ করতে চলেছে বোর্ড। শুধু তাই নয়, অস্ট্রেলিয়া সিরিজে ভাল ফল করতে না পারলে গম্ভীরকে ছেঁটে ফেলা হতে পারে বলেও শোনা যাচ্ছে বোর্ড সূত্রে।
ভারতীয় টিম দীর্ঘদিন দেশের মাটিতে টেস্ট সিরিজে অপরাজিত ছিল। কিউয়িরা এ বার ভারত সফরে এসে সেই রেকর্ড ভেঙে দিল। ৩৬ বছর পর টিম ইন্ডিয়াকে ভারতের মাটিতে টেস্ট সিরিজ হারিয়ে ঐতিহাসিক জয় নিউজিল্যান্ডের। ১২ বছর পর ভারতের মাটিতে কোনও টেস্ট সিরিজ হারল টিম ইন্ডিয়া। যে কারণে, গৌতম গম্ভীরকেও অনেকে দায়ী মনে করছেন। তাঁর দল চালনার ধরন নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছে। পিটিআইয়ের এক সূত্রের খবর অনুযায়ী, মুম্বই টেস্টে গম্ভীরের ঘূর্ণি পিচের সিদ্ধান্তও বোর্ডের অনেক কর্তার পছন্দ হয়নি। মুম্বই টেস্টেও ভারত হারার পর যা নিয়ে আরও বেশি করে আলোচনা চলছে।
সব মিলিয়ে সময়টা অত্যন্ত চাপের যাচ্ছে গম্ভীরের। বিশেষজ্ঞদের মতে, অস্ট্রেলিয়া কার্যত মরণ-বাঁচন হয়ে দাঁড়াতে চলেছে গৌতির কাছে। এই সিরিজের উপরেই নির্ভর করবে রোহিতদের দায়িত্বে আর তিনি থাকবেন কি না।