ঘরের মাঠে প্রথম ম্যাচেই দুর্দান্ত শুরু করেছে KKR। গ্যালারিতে কিং খান আর মাঠে আন্দ্রে রাসেল। বেগুনি সমর্থকদের স্বপ্নের দিন। ২৫ বলের বিধ্বংসী ৬৪ রানের অপরাজিত ইনিংসে প্রতিপক্ষকে কার্যত দুরমুশ করে দিয়েছিলেন রাসেল। কিন্তু এর আগে, গত দুই মরশুমে রাসেলের এই বিধ্বংসী রূপ দেখা যায়নি। অনেকে বলছেন,মেন্টর গম্ভীরের ম্যাজিকেই নাকি ফর্মে ফিরেছেন রাসেল।
IPL 2024 LSG vs RR: আইপিএলে ফিরে ক্যাপ্টেন রাহুলের বড় রান, তবুও জয় থেকে দূরে লখনউ
কিন্তু এই তত্ত্ব মানতে নারাজ সুনীল গাভাসকর (Sunil Gavaskar)। গাভাসকার জানান, ‘রাসেলের ভাল খেলার সঙ্গে KKR- এ কারও আসার যোগ নেই। আজ রাসেল ভাল খেলেছেন, খারাপ খেললে কি গৌতমের দোষ হবে? রাসেল যখন বল স্ট্যান্ডে পাঠায়, তখন কেউ ওকে থামাতে পারে না।'