২০১৪য় শেষবার আইপিএল ট্রফি জয়! তারপর সুদীর্ঘ খরা। জয়ের খিদে ছিলই। মেন্টর গৌতম গম্ভীরের নাইট শিবিরে প্রত্যাবর্তনে সেই খিদে মিটল। চিপকে রবিবারের ফাইনালে কলকাতার কাছে দাঁড়াতেই পারেনি হায়দ্রাবাদ। রবিবার রাতে জয়ের পর টুইট করলেন গৌতম গম্ভীর। প্রচারের আলো থেকে দূরে থাকা, লো প্রোফাইল গম্ভীর নিজেকে তুলনা করলেন শ্রী কৃষ্ণের সঙ্গে।
টুইট করে গতি লেখেন, সত্যের পথে থাকা মানুষদের রথ আজও শ্রী কৃষ্ণই চালনা করেন। নাইটদের সঙ্গে পাণ্ডবদের আর আইপিএল এর মহারণকে কুরুক্ষেত্রের সঙ্গেই তুলনা করলেন মেন্টর গম্ভীর। আর সেই নাইটদের সঠিক পথে নিয়ে যাওয়ার জন্য পথ দেখালেন গম্ভীর। এই জয়ের নেপথ্য নায়ক তো তিনিই।
তিন তিনবার জয়, তিনবারই সেই জয়ের সাক্ষী গৌতম গম্ভীর। ২০১২-১৪ য় দলের অধিনায়ক ছিলেন তিনি, ২০২৪-এ মেন্টর। আইপিএল ইতিহাসে এও এক নজির।