পানমশলার বিজ্ঞাপনে কপিল দেব, সুনীল গাভস্কর, বীরেন্দ্র সহবাগ-সহ একাধিক প্রাক্তন ভারতীয় ক্রিকেটার। যা নিয়ে বেজায় বিরক্ত হয়েছেন গৌতম গম্ভীর। তাঁদের এই সিদ্ধান্ত কোনও ভাবেই মেনে নিতে পারছেন না ভারতের প্রাক্তন বাঁহাতি ওপেনার।
যদিও এই বিষয়ে কারও নাম নিয়ে কিছু বলেননি গম্ভীর। এক সংবাদমাধ্যমকে তিনি জানিয়েছেন, কখনই তিনি কোনও ক্রিকেটারকে পানমশলার সংস্থার বিজ্ঞাপন করতে হবে তা ভাবেননি।
আরও পড়ুন - শতবর্ষের প্রাপ্তি, লাল হলুদকে বিশেষ স্বীকৃতি বার্সেলোনার
এটি অত্যন্ত হতাশজনক এবং বিরক্তিকর। কোটি কোটি বাচ্চারা ওই বিজ্ঞাপন দেখছে। প্রভাব পড়ছে তাঁদের উপর। প্রাক্তন ক্রিকেটারের কথায়, টাকা এতটাও বড় না যে, পানমশলার বিজ্ঞাপন করতে হবে। অনেক উপায় আছে টাকা উপার্জনের।