বুধবার নিউজিল্যাণ্ডের বিরুদ্ধে সেমিফাইনাল খেলবে ভারত । তার আগে টিম ইন্ডিয়ার জার্সি পরে ভারতকে শুভেচ্ছা জানালেন জার্মানির কিংবদন্তি ফুটবলার থমাস মুলার । সম্প্রতি একটি ভিডিও পোস্ট করেন মুলার । সেখানেই নিজের নাম লেখা বিরাটের ২৫ নম্বর জার্সির সঙ্গে দেখা গেল বায়ার্ন মিউনিখের তারকা ফুটবলারকে । নকআউটের জন্য শুভেচ্ছাও জানান ।
সোশ্যাল মিডিয়া এক্স হ্যান্ডলে ভিডিওটি পোস্ট করেন থমাস মুলার । ভিডিওতে দেখা যাচ্ছে, মুলারের সামনে রয়েছে একটি বক্স । আর সেটি খুলতেই দেখা গেল ভারতের জার্সি । পিছনে লেখা মুলার। জার্সি নম্বর ২৫। এরপরই কোহলিকে ট্যাগ করে জার্মান কিংবদন্তি লেখেন, ‘এই দেখ বিরাট কোহলি। জার্সির জন্য ধন্যবাদ। বিশ্বকাপের জন্য অনেক শুভেচ্ছা।’
ভারতের জার্সি হাতে পেয়ে বেশ উচ্ছ্বসিত মুলার । ভিডিওতে ওই জার্সি পরতেও দেখা গেল তাঁকে । জার্সি পরে ক্যামেরার সামনে পোজও দেন তিনি । উল্লেখ্য, বুধবার ১৫ নভেম্বর ওয়াংখেড়ে স্টেডিয়ামে প্রথম সেমিফাইনাল । মুখোমুখি ভারত ও নিউজিল্যান্ড । বৃহস্পতিবার ইডেনে দ্বিতীয় সেমিফাইনাল । অস্ট্রেলিয়ার প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা ।