ক্রমেই প্রতিবাদের মঞ্চ হয়ে উঠছে কাতার বিশ্বকাপ। ইরানের ফুটবলাররা মাসা আমিনি মৃত্যুর প্রতিবাদে জাতীয় সঙ্গীতে গলা মেলাননি ইরানের ফুটবলাররা। ওয়ান লাভ আর্মব্যান্ড নিষিদ্ধ ঘোষণার পর এবার ফিফার বিরুদ্ধে ফুঁসে উঠল জার্মানি। আন্তর্জাতিক ক্রীড়া আদালতে মামলার হুঁশিয়ারিও দেওয়া হয়েছে।
ফিফায় নিষিদ্ধ করা হয়েছে ‘ওয়ান লাভ’ আর্মব্যান্ড, আর এই ঘটনার জেরেই বিশ্বকাপ আয়োজক সংস্থা ফিফাকে নাম না করে প্রতারক, বিশ্বাসঘাতক বলেছে জার্মানি। ঘটনার সূত্রপাত, সমকামী প্রেমেকে সমর্থন জানিয়ে একটি বিশেষ আর্মব্যান্ড পরে সোমবার মাঠে নামতে চেয়েছিলেন ইংল্যান্ডের অধিনায়ক হ্যারি কেন। কিন্তু শোনা গিয়েছিল এই কারণে তাকে গ্রেফতার পর্যন্ত করা যেতে পারে।
ইংল্যান্ড, নেদারল্যান্ডস, ফ্রান্স, ডেনমার্ক, বেলজিয়াম, জার্মানি, সুইডেন, নরওয়ে, সুইৎজারল্যান্ড ও ওয়েলস এর মতো ইউরোপের দেশগুলিও সমপ্রেমকে সমর্থন করে ‘ওয়ান লাভ’ আর্মব্যান্ড পরে মাঠে নামার সিদ্ধান্ত নিয়েছিল। কিন্তু বাধ সেধেছিল ফিফা। জানিয়েছিল যে দেশে বিশ্বকাপ হচ্ছে সেই দেশের আইন, সংস্কৃতি মেনে চলতে হবে । না মানলে কড়া পদক্ষেপ করবে তারা ।
এবার এর প্রতিবাদে ফিফার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার কথা জানায় জার্মান ফুটবল সংস্থা। আন্তর্জাতিক ক্রীড়া আদালতে ফিফার বিরুদ্ধে মামলা করার কথা জানিয়েছে জার্মান ফুটবল সংস্থা, এমনকি এই নিয়মের স্থগিতাদেশ আনতেও শেষ পর্যন্ত যেতে পারে জার্মান।