জিরাফ (Giraffe) গল্ফ খেলা দেখছে । এরকম কখনও শুনেছেন বা দেখেছেন ? কিন্তু, এমনটাই ঘটেছে সম্প্রতি । কোথায় জানেন ? কেনিয়া ওপেনে যেখানে ভারতের অদিতি অশোক তাঁর চতুর্থ লেডিস ইউরোপিয়ান ট্যুর খেতাব জিতে ইতিহাস তৈরি করেছেন । অদিতি অশোকের সেই খেলা দেখেছে জিরাফেরাও (Giraffe watching golf) । সেই ভিডিও এখন নেটমাধ্যমে ভাইরাল ।
ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে, ম্যাজিক্যাল কেনিয়া ওপেনের খেলা চলছে । আর সেখানেই মানুষের পাশাপাশি দর্শক হিসাবে দেখা গেল তিনটি জিরাফকে । খোলা মাঠে দাঁড়িয়ে রোদ পোহাতে পোহাতেই যেন খেলা উপভোগ করছিল তারা । এ দৃশ্য বিরল । এমন ঘটনা আগে কখনও ঘটেনি ।
আরও পড়ুন, Lionel Messi : প্যারিস থেকে কী আবার বার্সেলোনা ? ফরাসি ক্লাব কর্তার দাবিতে, মেসির ঘরওয়াপসির জল্পনা