ব্রাজিল, আর্জেন্টিনা, পর্তুগাল ছাড়াও বিশ্বকাপে আরও একটি ম্যাচ ঘিরে চর্চা চলছে সেটা হল ফ্রান্স (France) বনাম ইংল্যান্ড (England)। আর কিলিয়ান এমবাপেকে (Kylian Mbappe) মোকাবিলা করতে এবার ইংল্যান্ডের ডিফেন্ডার শিবিরকে পরামর্শ দিলেন ফরাসি ডিফেন্ডার ডায়ো উপামেকানো। তিনি বলেন, 'তোমরা কিন্তু রাতে তাড়াতাড়ি শুতে যেও।'
চলতি বিশ্বকাপে নজির গড়েছেন কিলিয়ান এমবাপে। একের পর এক রেকর্ড ভেঙেছেন এই ২৩ বছর বয়সি খেলোয়াড়। এবার কোয়ার্টার ফাইনালের আগে তাঁকে নিয়েই মুখ খুললেন, ডিফেন্ডার ডায়ো উপামেকানো। তাঁর কথায়, কিলিয়ান একজন বিশ্বমানের ফুটবলার। তাঁকে আটকানো কঠিন। আর সেই কারণেই প্রতিপক্ষ ইংল্যান্ডকে কার্যত হুঁশিয়ারি দিয়েছেন তিনি।
আরও পড়ুন- বন্ধু চল বলটা দে...! আজ মেসি-নেইমারের পরীক্ষা
মাত্র ২৩ বছর বয়সেই দু’দুটি বিশ্বকাপে দেশকে প্রতিনিধিত্ব করেছেন এমবাপে। রবিবার পোল্যান্ডের বিপক্ষে জোড়া গোল করে সব তারকাদের রেকর্ডকে ছাপিয়ে গিয়েছেন তিনি।