চলতি আইপিএলে তাদের দুর্ধর্ষ ফর্ম বজায় রাখল গুজরাট টাইটানস। রবিবারের টানটান ম্যাচে শেষ বলে চেন্নাই সুপার কিংসকে হারিয়ে দিল ৩ উইকেটে। টসে জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নিয়েছিলেন গুজরাট টাইটানসের অধিনায়ক রশিদ খান। ব্যাট করতে নেমে তৃতীয় ওভারেই ৩ রান করে আউট হয়ে যান চেন্নাইয়ের ওপেনার রবীন্দ্র জাদেজা। দ্বিতীয় উইকেট পড়ার পরেই খেলা ধরে নেন রুতুরাজ গায়কোয়াড় ও আম্বাতি রায়াড়ু। প্রথমজন করেন ৭৩ রান। দ্বিতীয় জনের অবদান ঝকঝকে ৪০। তবে, এই দুজন ছাড়া চেন্নাইয়ের আর কোনও ব্যাটসম্যানই দাঁত ফোটাতে পারেননি। গুজরাটের হয়ে ২ উইকেট নেন আলজারি জোসেফ।
জবাবে ব্যাট করতে নেমে প্রথম ওভারেই শুভমন গিলের উইকেট হারিয়ে বিপদে পড়ে যায় গুজরাট। ১ রানের প্রথম উইকেট এবং ২ রানে দ্বিতীয় উইকেট পড়ে গুজরাটের। প্রথম ৪ উইকেট যখন পড়ে যায়, তখনও স্কোরবোর্ডে ৫০ রান পেরোয়নি। এখান থেকেই খেলাটা ধরেন ডেভিড মিলার। মাত্র ৫১ বলে ৯৪ রানের দানবীয় ইনিংস খেলেন তিনি। শেষ পর্যন্ত নট আউট থেকে যান। তাঁর ইনিংস সাজানো ছিল ৮'টি বাউন্ডারি ও ৬'টি ওভার বাউন্ডারি দিয়ে।
শেষ ৩ ওভারে জয়ের জন্য দরকার ছিল ৪৮ রান। সেখান থেকে বিধ্বংসী ব্যাটিং করেন রাশিদ খান। ৭০ রানের পার্টনারশিপ করার পর ভাঙে এই জুটি। ১৫৭ রানে ষষ্ঠ উইকেট পড়ে গুজরাটের। ২১ বলে ৪০ রানের ইনিংস খেলে আউট হন রাশিদ খান। এরপর খাতা না খুলেই ব্রাভোর তৃতীয় শিকার হন আলজারি জোসেফ। শেষ ওভারে জয়ের জন্য দরকার ছিল ১৩ রান। ১ বল বাকি থাকতেই জয়ের লক্ষ্যে পৌছে যায় গুজরাট। এই জয়ের ফলে লিগ টেবিল শীর্ষ স্থান আরও মজবুত হল গুজরাট টাইটানসের।