জাপান অলিম্পিক্সের (Japan) যোগ্যতা অর্জন করতে পারেননি। কিন্তু দেশবাসী তাঁকে মনে রেখেছে রিও অলিম্পিকে (Rio) জিমন্যাস্টিক্সে চতুর্থ হওয়ার জন্য। সেই দীপা কর্মকারকে (Dipa Karmakar) আচমকাই নির্বাসিত করল আন্তর্জাতিক জিমন্যাস্টিক্স সংস্থা (International Gymnastic Fedaretion)। এই ঘটনায় হতবাক দীপাও। আগরতলায় অনুশীলন করছেন দীপা। জাতীয় শিবিরের সদস্য নন। তবে জানা গিয়েছে, আন্তর্জাতিক জিমন্যাস্টিক্স সংস্থার সিদ্ধান্তে হতবাক হয়ে গিয়েছেন তিনি।
এ ব্যাপারে দীপার কোচ বিশ্বেশ্বর নন্দী জানিয়েছেন, “জাতীয় শিবিরের অংশ না হওয়ায় আগরতলাতেই অনুশীলন করছেন দীপা। আমাদের মতোই এই সিদ্ধান্তে ও নিজেও অত্যন্ত অবাক হয়ে গিয়েছেন। আমরা বোঝার চেষ্টা করছি কেন আন্তর্জাতিক সংস্থা এই সিদ্ধান্ত নিয়েছে। ভারতীয় জিমন্যাস্টিক্স সংস্থা কিন্তু এ ব্যাপারে আমাদের এখনও কিছু জানায়নি। কিছু জানতে পারলেই আমরা এ বিষয়ে পরিষ্কার ধারণা দিতে পারব।”
কোভিডের জেরে দেশ-বিদেশের একাধিক যোগ্যতা অর্জন প্রতিযোগিতা বাতিল হয়ে যাওয়ায় টোকিও অলিম্পিক্সে অংশ নিতে পারেননি দীপা। ফলে প্যারিস অলিম্পিক্সে জন্যে এই মুহূর্তে গভীর অনুশীলন করছেন তিনি। পাশাপাশি এ বছর এশিয়ান গেমস এবং কমনওয়েলথ গেমসেও অংশ নিতে মরিয়া তিনি।