ফের শিরোনামে দিয়েগো মারাদোনার (Diego Maradona) 'হ্যান্ড অব গড'। বেশ কয়েক মাস আগেই নিলামে উঠেছিল মারাদোনার 'হ্যান্ড অব গড'-এর (Hand of God) জার্সি। এবার নিলামে উঠতে চলেছে বিশ্ব ফুটবলের ইতিহাসের অন্যতম কুখ্যাত মুহূর্তের এই বলটি। ইতিমধ্যেই এই নিলাম নিয়ে প্রত্যাশা আকার ছুঁয়েছে বিশ্বব্যাপী মারাদোনা ভক্তদের। কাতারে বিশ্বকাপ শুরুর ঠিক আগেই আগামী ১৬ নভেম্বর লন্ডনে হবে এই নিলাম (Auction)।
অনুমান করা হচ্ছে, এই বিশেষ বলটির (Hand of god ball in auction) দাম উঠতে পারে ভারতীয় মুদ্রায় প্রায় ২৮ কোটি টাকা পর্যন্ত। ১৯৮৬ সালের মেক্সিকো বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ডের বিরুদ্ধে ম্যাচে তৈরি হয়েছিল এই 'হ্যান্ড অব গড'-এর মুহূর্ত। মারাদোনার (Diego Maradona) ‘হ্যান্ড অব গড’ গোলের সেই বল রয়েছে আলি বিন নাসেরের কাছে। কোয়ার্টার ম্যাচটি পরিচালনা করেছিলেন তিউনিশিয়ার এই রেফারি।
আরও পড়ুন: শূন্য থেকে আবার শুরু, কলকাতায় নতুন ইঙ্গিত সৌরভের
বিশ্ব ফুটবলের ইতিহাসের গুরুত্বপূর্ণ ম্যাচের তালিকায় একেবারে ওপরের দিকে জায়গা করে নেয় আর্জেন্তিনা বনাম ইংল্যান্ডের ওই ম্যাচ। ইংল্যান্ডের গোলকিপার পিটার শিলটনকে 'বোকা বানিয়ে' এই কুখ্যাত গোলটি করেছিলেন মারাদোনা। প্রাথমিকভাবে খেলার গতির জন্য মনে করা হয়েছিল যে, ফুটবলের রাজপুত্র ওই গোলটি করেছেন হেড দিয়েই। যদিও, ইংল্যান্ডের ফুটবলাররা দাবি করেছিলেন, গোলটি মোটেই মাথা দিয়ে নয়, বরং, মারাদোনা করেছিলেন হাত দিয়ে। সেই দাবিকে প্রকারান্তরে 'সমর্থন' জানিয়েই পরে মারাদোনা জানান, ওই গোলটির নেপথ্যে ছিল 'ঈশ্বরের হাত'!
তারপর থেকেই শুরু হয় ফুটবলের কিংবদন্তিকে কেন্দ্র করে অতি কুখ্যাত এই বিতর্ক। সেই বলটিই এবার উঠতে চলেছে নিলামে। লন্ডনের সংস্থা গ্রাহাম বাড এই নিলাম প্রক্রিয়া দেখছে।