যখন ক্রিকেট খেলতেন, তখন রাহুল দ্রাবিড় পরিচিত ছিলেন মিস্টার ডিপেন্ডেবল হিসাবে। দেওয়ালের মতো দৃঢ় হয়ে দাঁড়িয়ে দ্রাবিড় বহুবার রক্ষা করেছেন টিম ইন্ডিয়াকে৷ তাঁর নামই হয়ে গিয়েছিল ভারতীয় ক্রিকেটের 'দ্য ওয়াল'। এখন দায়িত্ব বদলে গিয়েছে। টেস্ট ক্রিকেটে ১৩ হাজার, একদিনের আর্ন্তজাতিকে ১০ হাজারের বেশি রান করা দ্রাবিড় এখন ভারতীয় দলের হেড কোচ। বৃহস্পতিবার ৫২ বছরে পড়লেন তিনি। শুভ জন্মদিন, রাহুল দ্রাবিড়।
কোচের জন্মদিনেই আফগানিস্তানের বিরুদ্ধে টি২০ ম্যাচ খেলতে নামবে টিম ইন্ডিয়া। পাঞ্জাবে এই ম্যাচ জিতে সিরিজে এগিয়ে গেলে দ্রাবিড় একটা দুর্দান্ত উপহার পাবেন জন্মদিনে।
২০২৩ সালে একটুর জন্য একদিনের আর্ন্তজাতিকে বিশ্বকাপ জিততে পারেনি ভারত। ২০২৪ সালেও কিন্তু আরেকটি বিশ্বকাপ জয়ের সুযোগ আছে দ্রাবিড়ের টিমের। এই বছরেই আছে টি২০ বিশ্বকাপ। দ্রাবিড় কি পারবেন টিমকে চ্যাম্পিয়ন করতে? সময়ই তার উত্তর দেবে।