লন্ডনের রাজপথ । ভায়োলিনে বাজছে চেনা সুর...'হর পল ইহা জি ভর জিও...' । সেই সুরেই গলা মেলালেন হরভজন সিং, শ্রীসন্থরা । মেতে উঠলেন বাদশার গানে । বিদেশের মাটিতে জমে গেল 'এসআরকে' মেহফিল । হরভজনের কথায়, 'আমরা সবাই খান সাহেবেরই ফ্যান' ।
টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের জন্য লন্ডনে ছিলেন হরভজন, শ্রীসন্থরা । দিন দু'য়েক হল ম্যাচ শেষ হয়েছে । তারই মধ্যে লন্ডনের রাজপথে ঘুরতে বেরোন দু'জনে । সেইসময় এসআরকে-এর সিনেমার গানের সুরে ভায়োলিন বাজাচ্ছিলেন এক ব্যক্তি । তাতে যোগ দেন দু'জনে, তাও আবার গায়কের ভূমিকায় । ইতিমধ্যে লন্ডনের এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে । যেখানে দেখা যাচ্ছে, ভায়োলিনের সঙ্গে গলা মিলিয়ে মন দিয়ে 'হর পল ইহা জি ভর জিও...' গাইছেন তাঁরা । গানের শেষে দিলেন কিং খানের সেই সিগনেচার পোজ ।
ভিডিও প্রকাশ্যে আসতেই ভালবাসায় ভরিয়ে দিয়েছেন অনুরাগীরা । শাহরুখ খানের বিভিন্ন ফ্যান ক্লাব সেই ভিডিও পোস্ট করছে । ভিডিয়োটির লাইক মাত্র কয়েক ঘণ্টায় ১ লাখ ছাড়িয়ে গিয়েছে। দেখেছেন বহু মানুষ ।