মহেন্দ্র সিং ধোনি ম্যাচ ফিনিশার । কিন্তু, রোহিত শর্মাকে বল করা কঠিন । যে কোনও সময় বিপজ্জনক হয়ে উঠতে পারে রোহিত । সম্প্রতি, খেলার একটি চ্যানেলের সঙ্গে একান্ত সাক্ষাৎকারে এমনই জানালেন হরভজন সিং । ভাজ্জি জানিয়েছেন, দুজনেই নিঃসন্দেহে ভাল খেলোয়াড় । কিন্তু, রোহিত শর্মা ভয়ংকর।
ধোনি নাকি রোহিত, কে সবথেকে বেশি বিপজ্জনক ? সেক্ষেত্রে রোহিতকেই কিছুটা এগিয়ে রেখেছেন ভাজ্জি । তিনি বলেন, "শেষ তিন ওভারে ধোনি খুবই বিপজ্জনক ব্যাটসম্যান । কিন্তু ম্যাচের উপরে প্রভাব বিস্তার করেন রোহিত । প্রথমে ঢিলেঢালা ব্যাটিং করলেও রোহিত যদি শুরু থেকে শেষ পর্যন্ত থেকে যায়, তাহলে ওর থেকে ভাল প্লেয়ার আর কেউ নেই। "
হরভজন আরও জানান, ধোনিকে তাঁর বল করার সুযোগ কম হয়েছে । কিন্তু যতটুকু বল করেছেন, ধোনিকে আউট করেছেন । অন্যদিকে রোহিতকে বিশ্বের অন্যতম ভয়ংকর ব্যাটসম্যান বলে উল্লেখ করেছেন ।