ভালোবাসার দিন অর্থাৎ ১৪ ফেব্রুয়ারি দ্বিতীয়বার বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন ভারতীয় ক্রিকেট দলের তারকা হার্দিক পান্ডিয়া৷ ২০২০ সালে একবার বিয়ে করেও যেন সাধ মেটেনি, তাই একই পাত্রী নাতাশা স্ট্যানকোভিচের সঙ্গে ফের গাঁটছড়া বাঁধতে চলেছে হার্দিক। ভ্যালেন্টাইন্স ডের দিন উদয়পুরে চারহাত এক হতে চলেছে হার্দিক ও নাতাশার। রাজস্থানে বসবে রাজকীয় বিয়ের আসর। অতিথি তালিকাও যেন চাঁদের হাট। জানেন কে কে আসছেন হার্দিক নাতাশার বিয়েতে?
জানা যাচ্ছে, বিয়েতে আসছেন সদ্য বিবাহিত জুটি আথিয়া শেট্টি ও কেএল রাহুল, বিরাট কোহলি অনুষ্কা শর্মা, এছাড়াও ভারতীয় ক্রিকেট দলের অসংখ্য তারকারা।
উল্লেখ্য, তিন বছর আগে আইনি প্রক্রিয়ায় চটজলদি বিয়ে সেরে ফেলেতে হয়েছিল তাঁদের। ইতিমধ্যে সন্তানের বাবাও হয়েছেন হার্দিক। কেরিয়ারেও ব্যাড প্যাচ কাটিয়ে উঠেছেন। দেশকে নেতৃত্ব দিয়েছেন। নিজের অলরাউন্ড পারফরম্যান্সেও মন কেড়েছেন। এসবের মধ্যে ধুমধাম করে বিয়ে করা হয়নি হার্দিকের। এবার বিয়ের মরশুমে সেই স্বাদই পূরণ করবেন এই যুগল