গুজরাট টাইটান্স ছেড়ে এবার আইপিএলে মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে খেলবেন হার্দিক পাণ্ডিয়া। দলবদলের খবর প্রকাশ্যে আসতেই মুম্বই নিয়ে সোস্যাল মিডিয়ায় নিজের উচ্ছ্বাস প্রকাশ করেছিলেন হার্দিক। কিন্তু সেই পোস্টে গুজরাটের প্রতি একটি শব্দও ছিল না। অবশেষে সাড়ে ৫ ঘণ্টা পর ভুল শুধরে নিলেন হার্দিক। সোস্যাল মিডিয়ায় গুজরাটকে ধন্যবাদ জানিয়ে পোস্ট করলেন তিনি।
সোমবার সন্ধ্যা ৬.৪৯ মিনিট হার্দিক গুজরাত টাইটান্সের সমর্থক, দল এবং দল পরিচালন সমিতিকে আন্তরিক কৃতজ্ঞতা জানিয়েছেন। তিনি লিখেছেন, এই দলকে নেতৃত্ব দেওয়া তাঁর কাছে বিরাট সম্মানের বিষয় ছিল। হার্দিকের কথায়, 'গুজরাতের হয়ে খেলতে গিয়ে যে স্মৃতি এবং অভিজ্ঞতা হয়েছে, তা সারাজীবনের জন্যে আমার সঙ্গে থেকে যাবে। এই সময়টা কোনও দিন ভুলতে পারব না।'
কিন্তু দুপুরে হার্দিক যে পোস্ট করেন, তা ছিল কেবলই মুম্বইময়৷ তিনি লেখেন, 'প্রচুর দুর্দান্ত স্মৃতি মনে পড়ে যাচ্ছে। মুম্বই, ওয়াংখেড়ে, পল্টন। ফিরে খুব ভাল লাগছে।' আরেকটি পোস্টে মুম্বইয়ের জার্সি পরে নিজের ছবি পোস্ট করেন৷ সঙ্গে ক্যাপশন, 'হোম, মাই হোম'। বেশ কয়েক ঘণ্টা পর গুজরাটকে ধন্যবাদ জানিয়ে পোস্ট করলেন তিনি।