'শোলে ২' আসছে, না কোনও অভিনেতা অভিনেত্রী নন বরং -টোয়েন্টি দলের অধিনায়ক হার্দিক পান্ডিয়ার (Hardik Pandya) পোস্ট করা এই ছবিই সকাল থেকে আলোচনার কেন্দ্রবিন্দুতে। সঙ্গে যে ছবিটি পোশট করেছেন হার্দিক তাতে আরও চমক৷ ছবিতে দেখা যাচ্ছে হার্দিকের পাশে বাইকে বসে রয়েছেন ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি (Mahendra Singh Dhoni)। ঠিক যেন 'শোলে' ছবির জয়-বীরুর 'ইয়ে দোস্তি' গানেরই রিক্রিয়েশন করেছেন তারা।
এই পোস্ট ইতিমধ্যেই তুমুল ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। আসলে রাঁচিতে নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম টি ২০ আন্তর্জাতিকে নেতৃত্ব দেবেন হার্দিক। সেই কারণেই মাহির শহরে পৌঁছেছেন হার্দিক। ভারতীয় দল রাঁচিতে পৌঁছনোর পর তাঁদের সেখানকার রীতি ও ঐতিহ্য মেনে স্বাগত জানানো হয়। ধোনির শহরে গিয়ে তাঁর সঙ্গে সুন্দর সময় কাটানোর নজিরই শেয়ার করেছেন হার্দিক।