নিউজিল্যান্ডের বিরুদ্ধে ওয়ানডে ম্যাচে হার্দিক পান্ডিয়াকে বিতর্কিত আউট করা নিয়ে শোরগোল চলছে ক্রিকেটবিশ্বে। বিশেষজ্ঞদের অনেকেরই মত, হার্দিক মোটেই আউট ছিলেন না৷ ভুল সিদ্ধান্ত দিয়েছেন আম্পায়াররা। এবার স্বামীকে 'ভুল' আউট দেওয়া নিয়ে প্রতিবাদ জানালেন হার্দিকের স্ত্রী নাতাশা স্তানকোভিচ।
ঠিক কী হয়েছিল হার্দিকের সঙ্গে?
ভারতের ইনিংসের ৪০তম ওভারের ঘটনা৷ বল করছিলেন ড্যারেন মিচেল ওভারের চতুর্থ বলটি কাট করতে গিয়েছিলেন হার্দিক। বলটি ব্যাটে লাগেনি। কিন্তু বেল পড়ে যায়। রিপ্লেতে দেখা গিয়েছে, কিউয়ি উইকেটকিপারের হাত ছিল স্টাম্পের একদম পিছনে। রিপ্লে দেখে অনেকেরই মনে হয়েছে, উইকেটের আগেই ছিল উইকেটরক্ষকের গ্লাভস। তেমন হলে আম্পায়ারের নো বল ডাকার কথা। আরেকটি অ্যাঙ্গেল থেকে দেখে বিশেষজ্ঞদের একাংশের মনে হয়েছে, উইকেটকিপারের গ্লাভসে লেগে বেল পড়ছে। তৃতীয় আম্পায়ার কে অনন্তনারায়ণন অনেকবার অনেকগুলি অ্যাঙ্গেল থেকে রিপ্লে দেখে আউট দেওয়ার সিদ্ধান্ত নেন।
Kabul-Taliban Administration: চলছে তালিবানি শাসন, কাপড় দিয়ে ঢেকে দেওয়া হচ্ছে ম্যানিকুইনের মাথাও
নিজের ইন্সটাগ্রাম স্টোরিতে হার্দিকের আউট হওয়ার দু'টি ছবি পোস্ট করেছেন নাতাশা। তিনি লিখেছেন, 'ব্যাট আর বলের কোনও সংযোগ হয়নি৷ হার্দিক বোল্ডও হয়নি৷ তাহলে কেন ওকে আউট দেওয়া হল!' ধারাভাষ্যকার রবি শাস্ত্রীও আম্পায়ারের সিদ্ধান্তে বিস্ময় প্রকাশ করেন।