নিজের পারফরম্যান্স নিয়ে মুখ খুললেন স্বয়ং হার্দিক পান্ডিয়া। বারবার সমালোচকরা তাঁর খেলা নিয়ে প্রশ্ন তুলেছেন। এমনকি IPL-এও মনে রাখার মতো পারফরম্যান্স দেখা যায়নি। সবকিছু নিয়েই এবার মুখ খুললেন ওই ভারতীয় অলরাউন্ডার।
টি ২০ বিশ্বকাপে ইংল্যান্ডের বিরুদ্ধে খেলতে নামবে ভারত। তার আগে একটি ভিডিও পোস্ট করেছে ICC। যেখানে রবি শাস্ত্রীর প্রশ্নের জবাবে একাধিক বিষয়ে মুখ খুলেছেন হার্দিক। ভারতীয় অলরাউন্ডার জানিয়েছেন, "একবছর আমি বল করতে পারিনি। কিন্তু প্রতিটি টিমের জন্য আমি বল করেছি। যার কারণে আমার বোলিং নিয়ে অনেক আলোচনা হয়েছে।"
সমালোচকদের প্রসঙ্গে তিনি জানিয়েছেন, সমালোচকদের জবাব দেওয়ার জন্য তাঁকে আরও কঠোর পরিশ্রম করতে হবে। এর ফলে তাঁর আত্মবিশ্বাসও অনেকটা বাড়বে। জানিয়েছেন, তিনি ভালো বল করতে পারলে ব্যাটিং-ও ভালো করতে পারবেন। এবং সবক্ষেত্রে তার উল্টোটাও হবে। অর্থাৎ ব্যাটিং ভালো করলে বোলিং-এও দাপট দেখাতে পারবেন।